আমার ভাষা – আমার অভিমান

Updated By: Sep 22, 2017, 05:58 PM IST
আমার ভাষা – আমার অভিমান

তাপস কর্মকার

বাংলা আমার মাতৃ জঠর
বাংলা আমার নাড়ীর টান।
বাংলা আমার ভূমিষ্ঠ ক্ষণ
বাংলা প্রথম কলতান।

বাংলা আমার অক্ষরহীন
প্রথম শব্দ মা।
বাংলা আমার হাতে খড়ি
প্রথম অ – আ।

বাংলা আমার রূপকথা
ময়ূরপঙ্খী নাও।
বাংলা আমার অপু – দূগগা
সোনার কেল্লাও।

বাংলা আমার প্রথম কবিতা
বাংলা প্রথম গান।
বাংলা আমার স্বাধীনতা
বাংলা অভিমান।

বাংলা আমার অবয়বহীন
প্রথম ভালোবাসা।
বাংলা আমার প্রথম চিঠি
প্রেমের স্রোতে ভাসা।

বাংলা আমার জীবনকথা
দুুঃখ – সুখের ভেলা।
বাংলা আমার চরাই উতরাই
জীবন মরণ খেলা।

বাংলা আগুন, পূজার ফুল –
বীরের তরবারি।
বাংলা ভাইয়ের রক্তে রাঙা
একুশে ফেব্রুয়ারি।

.