কলকাতায় ঢুকল বর্ষা

গতকালই উত্তরবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত দিনের দুদিন পরে উত্তরবঙ্গে প্রবেশ করলেও মৌসুমী বায়ুর গতি প্রকৃতি বিশ্লেষণ করে আবহবিদদের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই শাখাটি।

Updated By: Jun 8, 2013, 12:05 PM IST

বর্ষাতি নিয়ে ঘর থেকে বের হোন। বৃষ্টিতে জমাজল ঠেলে স্কুল-অফিস থেকে ফিরতেও তৈরি থাকুন। কারণ বর্ষা ঢুকে পড়ল কলকাতায়। শনিবার আবহাওয়া দফতর জানিয়ে দিল দু দিন আগেই কলকাতায় এসে গেল বর্ষা।
কলকাতার জন্য স্বস্তির খবর। জ্যৈষ্ঠ্যর তীব্র রোদ, ধোঁয়া ধুলো থেকে স্বস্তি দিতে এসে গেল বর্ষা। আবহাওযা দফতরের পূর্বাভাস মেনে নির্দিষ্ট দিনেই বর্ষা এল কলকাতায়। বর্যা সক্রিয় হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এবার ঠিক সময়েই এল বর্ষা। মৌসুমী বায়ু এবার এগোচ্ছে উত্তরবঙ্গের দিকে।
প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা। নির্ধারিত দিনের দুদিন পরে উত্তরবঙ্গে প্রবেশ করলেও মৌসুমী বায়ুর গতি প্রকৃতি বিশ্লেষণ করে আবহবিদদের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই শাখাটি।
আর তারই আগাম বার্তা দিল শুক্রবারের বৃষ্টি। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রথম প্রবেশ করবে বর্ষা।

.