ইন্টার্ন ডাক্তারদের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ

ইন্টার্ন ডাক্তারদের শ্লীলতাহানি করেছেন রোগীর আত্মীয়রা। এই অভিযোগেই আজ উত্তাল হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। নিরাপত্তার দাবিতে দীর্ঘক্ষণ কাজ বন্ধ করে দেন ইনটার্ন চিকিত্সকেরা। গত শনিবার হাসপাতাল চত্বরেই রোগীর আত্মীয়দের হাতে এক ইনটার্নের শ্লীলতাহানি হয় বলে অভিযোগ।

Updated By: Dec 2, 2013, 07:44 PM IST

ইন্টার্ন ডাক্তারদের শ্লীলতাহানি করেছেন রোগীর আত্মীয়রা। এই অভিযোগেই আজ উত্তাল হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ। নিরাপত্তার দাবিতে দীর্ঘক্ষণ কাজ বন্ধ করে দেন ইনটার্ন চিকিত্সকেরা। গত শনিবার হাসপাতাল চত্বরেই রোগীর আত্মীয়দের হাতে এক ইনটার্নের শ্লীলতাহানি হয় বলে অভিযোগ।

ইন্টার্ন চিকিতসকদের অভিযোগ, প্রায়ই রোগীর আত্মীয়দের হাতে তাঁদের নিগৃহীত হতে হয়। তাদের অভিযোগ, রোগীর আত্মীয়দের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহারেরও লিখিত অভিযোগও জানান তাঁরা। এজন্য হাসপাতাল চত্বরে পুলিসি নিরাপত্তার দাবি জানান ইনটার্ন চিকিত্সকেরা। সুপারের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিলে কাজে যোগ দেন ইন্টার্নরা।

.