ঠাকুরপুকুরে শ্লীলতাহানি থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝাঁপ তরুণীর

ফের অটোচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এবার ঠাকুরপুকুরে চলন্ত অটোয় এক যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে।  ঠাকুরপুকুর থানায়  অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ওই তরুণী। অভিযুক্ত অটোচালক সমর মান্নাকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিস। আজ আলিপুর কোর্টে তোলা হলে ১৯ অগাস্ট পর্যন্ত  অটোচালককে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

Updated By: Aug 5, 2014, 08:36 PM IST

কলকাতা: ফের অটোচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এবার ঠাকুরপুকুরে চলন্ত অটোয় এক যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল অটোচালকের বিরুদ্ধে।  ঠাকুরপুকুর থানায়  অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ওই তরুণী। অভিযুক্ত অটোচালক সমর মান্নাকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিস। আজ আলিপুর কোর্টে তোলা হলে ১৯ অগাস্ট পর্যন্ত  অটোচালককে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

তরুণী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে নটা নাগাদ তারাতলা-ঠাকুরপুকুর রুটের একটি অটোয় বাড়ি ফিরছিলেন তিনি। ঠাকুরপুকুর বাজারে নেমে গেলে অটোচালক তাঁকে বাড়ি পর্যন্ত পৌছে দেওয়ার কথা বলে। এরপর ওই তরুণী অটোর পিছনের সিটে গিয়ে বসেন।

পিছনের সিটে অন্য যাত্রী তুলবে বলে অটোচালক মহিলাকে পাশের আসনে ডেকে নেয়। তখনই অটোচালক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নিজেকে বাঁচাতে চলন্ত অটো থেকে লাফ দেন তরুণী। স্থানীয়রা অটোচালককে ধরে পুলিসের হাতে তুলে দেয়।

.