WATCH | Ispat Express: মোবাইল চার্জার ফেটে চলন্ত ট্রেনে আগুন! ইস্পাত এক্সপ্রেসে চরম আতঙ্ক
চলন্ত ট্রেনে মোবাইল চার্জার ফেটে আতঙ্ক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলন্ত টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ট্রেনে (Ispat Express) লেগে গেল আচমকাই আগুন। না কোনও যান্ত্রিক গোলযোগ নয়। মোবাইলের পাওয়ার ব্যাংক ফেটে ঘটে গেল মারাত্মক বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের বাঁশতলা স্টেশনে ট্রেন থামালেন আতঙ্কিত যাত্রীরা।
মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে দূরপাল্লা যেকোন ট্রেনেই। যাত্রীদের কাছে পাওয়ার ব্যাংকও থাকে। রেলসূত্রে খবর, ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে টিটলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস তখন খড়গপুরের পথে। D-7 কামরায় পাওয়ার ব্যাংকের সাহায্যে মোবাইলে চার্জ দিচ্ছিলেন এক যাত্রী। আচমকাই সেই পাওয়ার ব্যাংকটি ফেটে যায়! তারপর? চলন্ত ট্রেনে আগুন লেগে যায়।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বাঁশতলা স্টেশনে চেন টেনে ট্রেনটিকে দাঁড় করান তাঁরা। এরপর অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্য়বহার করে আগুনও নিভিয়ে ফেলা হয়। মিনিট পনেরো পর ফের ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়।
আরও পড়ুন: Magic Show Controversy: জাদুকর বটে! অন্যের বউ চুরি করে লুটলেন গোটা গ্রাম! খাস এ বাংলারই গল্প
এর আগে, দক্ষিণ ২৪ পরগনায় চার্জ দেওয়া অবস্থায় বিস্ফোরণ ঘটেছিল মোবাইলে। মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। পরিবার সূত্রের খবর, ঘরের দরজা বন্ধ করে মোবাইলে চার্জ দিচ্ছিলেন তিনি। আচমকাই বিস্ফোরণের মতো ৩ বার আওয়াজ শোনা যায়। এরপর ঘরে ঢুকে দেখা যায়, চার্জ দেওয়া অবস্থাতেই মোবাইলটি ফেটে গিয়েছে এবং গুরুতর জখম অবস্থায় মেঝে পড়ে রয়েছেন ওই মহিলা। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি।