কসবায় চোর সন্দেহে মহিলাকে গণপিটুনি
আক্রান্ত মহিলার নাম মণিকা। বছর ৩১-এর ওই মহিলা শান্তিপল্লির বাসিন্দা। লস্করহাটে তাঁর ছেলে টিউশনি পড়তে যায়। শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলেকে আনতেই সেখানে গিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: ফের চোর সন্দেহে গণপিটুনি। এবার শিশু চুরির অভিযোগে এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে কলকাতার কসবা থানা এলাকার লস্করহাট খালপাড়ে।
আরও পড়ুন: বিয়ের ৪ দিন আগেই অভিজাত ব্যবসায়ী-পুত্রের রহস্যমৃত্যু
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম মণিকা। বছর ৩১-এর ওই মহিলা শান্তিপল্লির বাসিন্দা। লস্করহাটে তাঁর ছেলে টিউশনি পড়তে যায়। শুক্রবার সন্ধ্যায় তিনি ছেলেকে আনতেই সেখানে গিয়েছিলেন।
হঠাত্ই গুজব ছড়িয়ে যায় যে ওই মহিলা শিশুচুরি করতে এসেছেন। এর পর এলাকায় হইচই পড়ে যায়। ভিড় জমে যায় সেখানে। সকলেই ওই মহিলাকে ঘিরে ধরে জেরা শুরু করেন।
আরও পড়ুন: কলকাতার অপহৃত ব্যবসায়ী উদ্ধার বর্ধমানে
ওই মহিলার দাবি, তাঁর কথা কেউ শুনতে চায়নি। তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কসবা থানার পুলিস। তারা ওই মহিলাকে উদ্ধার করে। তারাই মহিলাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বেআইনি সম্পত্তি রয়েছে তৃণমূলের ২৫ মন্ত্রী-বিধায়কের, আয়কর দফতরে অভিযোগ সুজনের
প্রসঙ্গত, চোর সন্দেহে গণপিটুনির ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ওই ধরনের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কয়েকজনের মৃত্যু হয়।
প্রতিবারই দেখা গিয়েছে মূলত গুজবের কারণেই ওই ঘটনা ঘটেছে। নিরীহরা মার খেয়েছেন। মারাও গিয়েছেন। পুলিশ-প্রশাসনের তরফেও গুজব ঠেকাতে প্রচার হয়েছে। তার পরও যে মানুষ শিক্ষা নেয়নি, তার প্রমাণ আবার মিলল শুক্রবার সন্ধ্যায়।