Udayan Guha: ফেসবুকে নাম প্রকাশ! নিয়োগ দুর্নীতিকাণ্ডে মন্তব্যে অনড় উদয় গুহ

কোচবিহারে একসময়ে ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা ছিলেন উদয়ন গুহ। এরপর যখন রাজ্যে পালাবদল ঘটে, তখন তৃণমূলে যোগ দেন তিনি।  উদয়নের দাবি, 'বাম আমলে কোটায় চাকরি হত। বাবাও অনেককে চাকরি করে দেন'। 

Updated By: Mar 26, 2023, 07:11 PM IST
Udayan Guha: ফেসবুকে নাম প্রকাশ! নিয়োগ দুর্নীতিকাণ্ডে মন্তব্যে অনড় উদয় গুহ

প্রবীর চক্রবর্তী: 'বাম আমলে কোটায় চাকরি হত'। নিজের মন্তব্য়ে অনড় মন্ত্রী উদয়ন গুহ। শুধু তাই নয়, ফেসবুকে নাম প্রকাশ করে এবার চ্যালেঞ্জ ছুঁড়লেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। 

নিয়োগ দুর্নীতির শিকড় কোথায়? আগের বামফ্রন্ট সরকারের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। একাধিক জনসভায় তিনি অভিযোগ করেছেন,  'বাম আমলে যাঁরা গণশক্তিতে চাকরি করতেন বা সিপিএমের সর্বক্ষণের কর্মী ছিলেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছেন'। এমনকী, ১৯৯৮ সাল থেকে পরিবর্তনের আগে পর্যন্ত দফতরে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন শিক্ষামন্ত্রীকে।

কোচবিহারে একসময়ে ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা ছিলেন উদয়ন গুহ। এরপর যখন রাজ্যে পালাবদল ঘটে, তখন তৃণমূলে যোগ দেন তিনি। একুশে বিধানসভা ভোটের পর মন্ত্রী হন উদয়ন। বাম আমলে মন্ত্রী ছিলেন তাঁর বাবা কমল গুহও। উদয়নের দাবি, 'বাম আমলে কোটায় চাকরি হত। বাবাও অনেককে চাকরি করে দেন'। 

এদিন আরও একধাপ এগিয়ে উদয়ন গুহ বলেন, 'কোনও পরীক্ষা হত না। নাম কা ওয়াস্তে ইন্টারভিউ হত। সিপিএম-র মতো ফরওয়ার্ড ব্লকও টাকার ভাগ পেত'। কীভাবে? উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি, 'কোচবিহারে প্রাথমিকের ক্ষেত্রে ৬০ শতাংশ সিপিএম. ৩৫ শতাংশ ফরওয়ার্ড ব্লক, আর ৬ শতাংশ ছিল সিপিআই, আরএসপি'। সঙ্গে ফেসবুক পোস্টও।

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'উদয়ন গুহ পিসি-ভাইপোর কাছে ভালো হওয়ার জন্য নিজের স্বর্গত পিতৃদেবকেও চোর বলে স্বীকার করছেন। লজ্জা রাখার কোনও জায়গা নেই'। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, 'এর আগে রাজ্যে সিপিএম জমানা ছিল। রাজ্যে যদি বহুজন সমাজ পার্টি থাকত, তাহলে তাদের আক্রমণ করা হত, যদি অনিয়ম থাকত। সিপিএম ছিল। বাম জমানায় অনিয়ম হয়েছে, সেটাই বলা হচ্ছে'।

এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর প্রশ্ন, 'সুজনবাবুর স্ত্রী ১৯৮৭ সালে পয়লা অগস্ট জয়েন্ট করেছিলেন ল্য়াবরেটরি অ্য়াসিস্ট্যান্ড হিসেবে দীনবন্ধু অ্যান্ড্রুড কলেজে। তিনি কোন ইন্টারভিউ দিয়েছিলেন? তিনি কোন পরীক্ষা দিয়েছিলেন'? 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তদন্ত করব', জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.