DA Movement: বকেয়া DA-র দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ আন্দোলনকারীরা.....

 আগামিকাল, সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার।  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

Updated By: Mar 26, 2023, 04:13 PM IST
DA Movement: বকেয়া DA-র দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ আন্দোলনকারীরা.....

মৈত্রেয়ী ভট্টাচার্য ও বিধান সরকার: অনশন আপাতত স্থগিত। কিন্তু আন্দোলন থামেনি এখনও, বরং ঝাঁঝ বাড়ছে আরও। কীভাবে? এবার রাষ্ট্রপতির দ্বারস্থ DA আন্দোলনকারীরা। চলছে মেল স্প্যামিং। 

বকেয়া ডিএ মিলবে কবে? একযোগে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। জোট বেঁধেছে ২৮ সংগঠন। পোশাকি নাম, ‘সংগ্রামী যৌথ মঞ্চ'। স্রেফ ধরনা নয়, বকেয়া ডিএ-র দাবিতে অনশনও চলছিল ধর্মতলায়। ৪৪ দিন পর, শনিবার অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। তবে ধরনা যেমন চলছিল, তেমনই চলছে।

এদিকে আগামিকাল, সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু। সেদিনই এলগিন রোডে নেতাজি ভবন ও জোড়াসাঁকোয় যাবেন তিনি। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার।  অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। পরের দিন, ২৮ মার্চ বেলুড় মঠ ও শান্তিনিকেতনে যাবেন রাষ্ট্রপতি। রাতে ফিরবেন দিল্লিতে।  

আরও পড়ুন: Holidays: সুখবর! এপ্রিলের শুরুতে টানা ৩ দিন ছুটি রাজ্য সরকারী কর্মচারীদের.....

এর আগে, বকেয়া ডিএ-র দাবিতে ১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ধর্মঘট পালন করেছিলেন সরকারি কর্মচারীরা। স্রেফ শোকজ নয়, যাঁরা ধর্মঘটে শামিল হয়েছিলেন, তাঁদের ১ দিনে ছুটি ও বেতন কাটার নির্দেশিকা জারি করেছে নবান্ন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.