Partha Chatterjee: দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CBI-র, প্রয়োজনে ফের তলব!
ব্যবধান মাত্র সাতদিনের। ফের নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে ৮ ঘণ্টা চলল জিজ্ঞাসাবাদ।
নিজস্ব প্রতিবেদন: SSC মামলায় ফের নিজাম প্য়ালেসে পার্থ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন CBI আধিকারিকরা। প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।
ব্যবধান মাত্র সাতদিনের। হাইকোর্টের নির্দেশের গত বুধবার CBI দফতরে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর, নির্ধারিত সময়ে ২০ মিনিট আগেই পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে। সূত্রের খবর, সেবার ২ দফায় পৌনে চার ঘণ্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। SSC-র উপদেষ্টা কমিটি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। এমনকী, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানও রেকর্ড করা হয়।
আরও পড়ুন: Exclusive: SSC-র সুপারিশপত্রে স্বাক্ষর-বিভ্রাট; 'আপলোড করা নতুন প্যানেলেও ছিল অসঙ্গতি'
তাহলে কেন দ্বিতীয়বার তলব? CBI সূত্রে খবর, আগের দিন জিজ্ঞাসাবাদের সময়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দাবি করেছিলেন যে, তাঁর নির্দেশেই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু উপদেষ্টা কমিটির কাজে তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। কমিটি কী কাজ করছে, তিনি কিছু জানতেন না। তাহলে উপদেষ্টা কমিটিতে কার নিয়ন্ত্রণ ছিল? সেই প্রশ্ন উত্তর জানতেই এদিন ফের তলব করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: Dilip Ghosh: দেশের ৮ রাজ্যে সংগঠনের বড় দায়িত্বে দিলীপ ঘোষ
এদিকে SSC মামলায় CBI হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। মামলাটি খারিজ না হলেও জরুরিভিত্তি শুনানি আবেদন ফিরিয়ে দিয়েছেন শীর্ষ আদালত। কেন? আবেদন একাধিক ত্রুটি রয়েছে। সংশোধনের পর জরুরিভিত্তিতে শুনানির জন্য ফের সুপ্রিম কোর্চে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে।