Parha Chatterjee: নিজাম প্যালেসের পথে? বাড়ি থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

ডিভিশন বেঞ্চে CBI হাজিরায় রক্ষাকবচ মেলেনি। পদ্ধতিগত ত্রুুটির কারণে শুনানি হল না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের। 

Updated By: May 18, 2022, 06:16 PM IST
 Parha Chatterjee: নিজাম প্যালেসের পথে? বাড়ি থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ। নিজাম প্যালেসের পথে পার্থ চট্টোপাধ্যায়? নাকতলার বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

ব্যবধান মাস খানেকের। SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ফের CBI দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ, বুধবার সন্ধ্যায় ৬টার মধ্যে নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। স্রেফ আইনানুগ ব্যবস্থা নয়, সহযোগিতা না করলে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে আদালত।

আরও পড়ুন: SSC Case In High Court: প্রধান বিচারপতির কাছে এবার শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি মামলা

এদিকে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মামলাটি শুনতেই রাজি হয়নি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। কেন? বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, 'আপনারা কি জানেন না কীভাবে নিয়য় মেনে আবেদন করতে হয়? আদালতের নিয়ম ভেঙে আমি মামলা শুনতে পারব না'।  ফলে আপাতত সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকছে।

আরও পড়ুন: SSC Case: ডিভিশন বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের

ঘড়িতে তখন প্রায় ৫টা। বিকেলে নাকতলার বাড়ি থেকে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। কোথায় যাচ্ছেন? সে বিষয়ে অবশ্য কিছু জানাতে চাননি তিনি। গন্তব্য কি নিজাম প্যালেস? সিবিআইয়ের দফতরে তৎপরতা তুঙ্গে।

এর আগে, এপ্রিলে নবম-দশম শ্রেণিতে অঙ্ক শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেবারও মামলা গড়িয়েছিল ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.