লুক আউট নোটিস প্রত্যাহারের দাবি নিয়ে হাইকোর্টে ম্যাথু স্যামুয়েল
কলকাতা পুলিসের লুক আউট নোটিস প্রত্যাহারের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। ম্যাথুর অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ সত্বেও লুক আউট নোটিস এখনও প্রত্যাহার করা হয়নি। যারফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।
ওয়েব ডেস্ক: কলকাতা পুলিসের লুক আউট নোটিস প্রত্যাহারের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। ম্যাথুর অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ সত্বেও লুক আউট নোটিস এখনও প্রত্যাহার করা হয়নি। যারফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।
আরও পড়ুন- মোবাইল হারালে মোবাইল ফিরে পাওয়া যায়, সত্যিই পাওয়া যায়!
আজ হাইকোর্টে লুক আউট নোটিস প্রত্যাহারের আর্জি জানিয়ে নতুন মামলা দায়ের করেছেন ম্যাথুর আইনজীবী। গত অগাস্টে দুবাই থেকে ফেরার পথে দিল্লি বিমানবন্দরে ওই লুক আউট নোটিসের ভিত্তিতেই আটক করা হয় তাঁকে। এরপর ম্যাথুর আইনজীবী লালবাজারে আসেন। এরপরেই কলকাতা পুলিসের হস্তক্ষেপে দিল্লি বিমান বন্দর থেকে ছাড়া পান নারদ কর্তা।