সল্টলেকে পিটিয়ে খুন ম্যাটাডোর চালক
সল্টলেকে এক ম্যাটাডর চালককে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মহিষবাথানের পোলেনআইট এলাকার ঘটনা। নিহতের নাম তাপস মাইতি। সরস্বতী বিসর্জনের জন্য তাপস বাবুর গাড়ি ভাড়া করে পাড়ারই কয়েকজন। এরপর নিউটাউনে বিসর্জন ঘাটে বচসা শুরু হয়। মারধর করা হয় তাপস মাইতিকে। পাড়ায় ফিরে এলে আবার গণ্ডগোল শুরু হয়।
ওয়েব ডেস্ক : সল্টলেকে এক ম্যাটাডর চালককে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মহিষবাথানের পোলেনআইট এলাকার ঘটনা। নিহতের নাম তাপস মাইতি। সরস্বতী বিসর্জনের জন্য তাপস বাবুর গাড়ি ভাড়া করে পাড়ারই কয়েকজন। এরপর নিউটাউনে বিসর্জন ঘাটে বচসা শুরু হয়। মারধর করা হয় তাপস মাইতিকে। পাড়ায় ফিরে এলে আবার গণ্ডগোল শুরু হয়।
অভিযোগ, প্রতিবেশী ছায়া সর্দার ও পাড়ার কয়েকজন যুবক তাপস বাবুকে মাটিতে ফেলে বেধড়ক মারকর করেন। স্থানীয় কয়েকজন বাঁচাতে এলে তাঁদেরও মারধর করা হয়। নিউটাউনের একটি হাসপাতালে নিয়ে গেলে তাপস মাইতিকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, কালী পুজোর সময় চাঁদার টাকা না দেওয়ার আক্রোশেই মারধর। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, দুষ্কৃতীদের হাতে খুন বাবা, গুরুতর জখম ছেলেও