কর্মরত অবস্থায় সরকারি চাকুরে বাবার মৃত্যু হলে চাকরি পেতে পারেন বিবাহিত মেয়েও : হাইকোর্ট

Updated By: Sep 13, 2017, 06:27 PM IST
কর্মরত অবস্থায় সরকারি চাকুরে বাবার মৃত্যু হলে চাকরি পেতে পারেন বিবাহিত মেয়েও : হাইকোর্ট

ওয়েব ডেস্ক : কর্মরত অবস্থায় সরকারি চাকুরে বাবার মৃত্যু হলে, এবার থেকে সেই চাকরি পেতে পারেন বিবাহিত মেয়েরাও। গেরো কাটল কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশিকায়। এতদিন পর্যন্ত রাজ্যের শ্রম ও পঞ্চায়েত দফতরের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অবিবাহিত মেয়েদের চাকরি পাওয়ার কথাই উল্লেখ ছিল।

আরও পড়ুন- মমতার থেকে ছুটি আদায় করে পুজোতে পার্থ যাবেন রোমে

আজ হাইকোর্টে প্রধান বিচারপতি নিশীথা মাত্রে সহ তিন বিচারপতিকে নিয়ে গড়া বিশেষ বেঞ্চ, সেই বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক ঘোষণা করেন। আদালতের নির্দেশ, অবিলম্বে সরকারি বিজ্ঞপ্তি থেকে অবিবাহিত শব্দটি বাদ দিতে হবে। এর ফলে বিবাহিত হোক বা অবিবাহিত, মেয়েদের ক্ষেত্রে চাকরি পেতে আর কোনও বৈষম্য রইল না।

.