মনিরুলের রুদ্ধদ্বার মামলায় আলোচনায় ফিরল উত্তম কুমার প্রসঙ্গ

মনিরুল মামলা রুদ্ধদ্বার শুনানিতে এবার চাঞ্চল্য আইনজীবীমহলে। সাম্প্রতিক কালে কলকাতা হাইকোর্টে কবে এমন হয়েছে তাই মনে করতে পারছেন না আইনজীবীরা। ইতিহাস বলছে উত্তম কুমারের সম্পত্তি সংক্রান্ত মামলার খবর যাতে প্রকাশিত না হয় তাই দীর্ঘদিন ধরে রুদ্ধদ্বার শুনানি চলেছিল।

Updated By: Jul 15, 2014, 10:45 PM IST

মনিরুল মামলা রুদ্ধদ্বার শুনানিতে এবার চাঞ্চল্য আইনজীবীমহলে। সাম্প্রতিক কালে কলকাতা হাইকোর্টে কবে এমন হয়েছে তাই মনে করতে পারছেন না আইনজীবীরা। ইতিহাস বলছে উত্তম কুমারের সম্পত্তি সংক্রান্ত মামলার খবর যাতে প্রকাশিত না হয় তাই দীর্ঘদিন ধরে রুদ্ধদ্বার শুনানি চলেছিল।

সালটা ১৯৮৭। উত্তম কুমার মারা গিয়েছেন এর বেশ কিছু বছর আগেই। তাঁর সম্পত্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা চ্যাটার্জি। তাঁর বক্তব্য ছিল সুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ের পর তাঁকে দত্তক নেন উত্তম কুমার। সোমা দেবীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেন উত্তম কুমারের ভাই তরুন কুমার ও ছেলে গৌতম। তাঁদের বক্তব্য ছিল প্রবাদ প্রতিম নায়কের এই বিষয় কখনও সামনে আসেনি। মামলা শুনছিলেন বিচারপতি আশা মুকুল পাল।

উত্তম কুমারের তুমুল জনপ্রিয়তার কারণে মামলার খবর স্বাভাবিকভাবেই প্রকাশিত হতে শুরু করে বাংলা দৈনিকে। সেই সঙ্গে উত্তম সম্বন্ধে না জানা প্রসঙ্গও সামনে আসতে শুরু করে। একারণেই বিচারপতি মামলা চলার সময়ই রুদ্ধদ্বারের নির্দেশ দেন। মঙ্গলবার লাভপুর কাণ্ডে রুদ্ধদ্বার শুনানির নির্দেশ দেওয়ায় একেও নজিরবিহীন মনে করছেন আইনজীবীরা।

কলকাতা হাইকোর্টের মতো রুদ্ধদ্বার শুনানি বর্তমানে ব্যাঙ্কসাল কোর্টে চলছে কামদুনি মামলায়।

.