জোর নির্বাচনী সংস্কারে, কমিশনের সঙ্গে সংঘাতের পথে মমতা
গণতন্ত্রের নামে কার্ফু জারি হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়েই নাম না করে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ভোটের পরেও কমিশনের সঙ্গে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল।
ওয়েব ডেস্ক : গণতন্ত্রের নামে কার্ফু জারি হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়েই নাম না করে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, ভোটের পরেও কমিশনের সঙ্গে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দল।
ভোটের সময় থেকেই বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। ফলপ্রকাশের পর এবার সেই কমিশনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে সেই ইঙ্গিত মিলেছে। কোন পথে যুদ্ধ? তা যদিও স্পষ্ট নয়। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, ভোটের সময় কার্ফু জারি হচ্ছে। একইসঙ্গে আজ বিধানসভায় নির্বাচনী সংস্কারের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী। যদিও, বিরোধীদের দাবি, তৃণমূলের নয়। নির্বাচনী সংস্কারের প্রস্তাব তাঁদেরই।