কলকাতা পেতে চলেছে আরও তিনটি নতুন উড়ালপুল, মাঝেরহাট থেকে জানালেন মুখ্যমন্ত্রী

তিন দিন ধরে ফ্রি-তে হেলমেট দেওয়া হবে হেলমেটহীন বাইক আরোহীদের!

Updated By: Dec 3, 2020, 06:13 PM IST
কলকাতা পেতে চলেছে আরও তিনটি নতুন উড়ালপুল, মাঝেরহাট থেকে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: মাঝেরহাটের নতুন ৪-লেনের সেতুর উদ্বোধনে এসে আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুনির্মাণে দেরি হওয়ার অভিযোগে নাম না করে আঙুল তুললেন কেন্দ্রের দিকে।

সেতু উদ্বোধনী মঞ্চ থেকে তিনি যে বক্তব্য রাখেন, সেখানে তিনি নানা বিষয় ছুঁয়ে যান। পরোক্ষ রাজনৈতিক বক্তব্য ছাড়াও এ দিন কলকাতাবাসীকে তিনি তিনটি নতুন সেতুর সুসংবাদও শোনান। সেতুগুলি হবে গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে নিউ মার্কেট, তারাতলা-টালিগঞ্জ-আনোয়ারশাহ এবং পার্কসার্কাস-বালিগঞ্জ ফাঁড়ি। এই প্রসঙ্গেই তিনি বলেন, তখন কলকাতায় যানজট আর প্রায় থাকবেই না। গাড়ির গতি বাড়লে জীবনেরও গতি বাড়বে। 

তবে এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী 'সেফ ড্রাইভ সেভ লাইফে'র কথাও মনে করিয়ে দেন। গতি মানে, বিপদ-ডেকে-আনা-গতি নয়। তিনি অনুরোধ জানান, নতুন সেতু দিয়ে সকলে যেন সাবধানে গাড়ি চালান। টু-হুইলার যাঁরা চালাবেন তাঁরা যেন দয়া করে হেলমেট পরেন, তা-ও বলেন। এমনকি, যাঁদের হেলমেট কেনার পয়সা নেই, থানায় নাম নথিভুক্ত করলে আগামী তিনদিন ধরে তাঁদের বিনা পয়সায় হেলমেট দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।

সব শেষে শহরের নতুন সেতু নতুন রাস্তার যত্ন নিতে অনুরোধ করেন সমস্ত নাগরিককে। 

আরও পড়ুন: মাঝেরহাট সেতুর উদ্বোধনে সেতুর বিলম্ব নিয়ে নাম না করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর   

.