চিটফান্ড বিল ফেরত পাঠায়নি কেন্দ্র, সাফাই মুখ্যমন্ত্রীর

চিটফান্ড নিয়ন্ত্রণে রাজ্যের আইনটি কেন্দ্রীয় সরকার ফেরত পাঠায়নি। রাজ্যের কাছে তিনটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। আজ মহাকরণে এই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jun 7, 2013, 05:20 PM IST

চিটফান্ড নিয়ন্ত্রণে রাজ্যের আইনটি কেন্দ্রীয় সরকার ফেরত পাঠায়নি। রাজ্যের কাছে তিনটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। আজ মহাকরণে এই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল রাজ্যের কাছে ফেরত পাঠানো হয় চিটফান্ড বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইনমন্ত্রকের বেশ কিছু মন্তব্য সহ বিলটি ফেরত এসেছে মহাকরণে। কীভাবে নতুন আইনে পুরনো ফৌজদারি অপরাধের শাস্তি সম্ভব তার ব্যাখা চেয়েছে দুই মন্ত্রক। ফলে এখনই পাস হচ্ছে না এই বিল। বিলটি অনুমোদন না পাওয়ায় বিরোধীদের আশঙ্কাকেই সত্যি প্রমাণ করে প্রতারিতদের দ্রুত সুবিচার পাওয়ার আশা এখন বিশ বাঁও জলে।
গত ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আইন হয়ে গেলে হাত শক্ত হবে। হাত শক্ত করতে চেয়েছিলেন বিরোধীরাও। চেয়েছিলেন প্রতারকদের কড়া শাস্তির আইনি বিধান। কিন্তু নতুন বিল নিয়ে তাঁদের মধ্যে কাজ করছিল বেশ কিছু আশঙ্কা।

.