Aadhaar Deactivation| Mamata Banerjee: আধার বাতিলে চড়া সুর মমতার, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

Aadhaar Deactivation| Mamata Banerjee: আধার কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যসচিবকে কথা বলতে বলেন মুখ্যমন্ত্রী। আধার কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন তা হলে আধার ডিঅ্যাক্টিভেটের বিষয়টি নিয়ে তাদের কাছেও কোনও খবর নেই

Updated By: Feb 19, 2024, 09:32 PM IST
Aadhaar Deactivation| Mamata Banerjee: আধার বাতিলে চড়া সুর মমতার, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার কার্ড নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। বর্ধমানের জামালপুর, নদিয়ার কৃষ্ণগঞ্জ, জলপাইগুড়ির ডাঙ্গাপাড়ায় বহু মানুষের ঘরে পৌঁছেছে আধার নম্বর নিস্কৃয় হওয়ার চিঠি। এনিয়ে গতকালই সিউড়ির সভা থেকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ছিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আরও পড়ুন-'মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা করবেন না'!

ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় বহু গরিব মানুষের আধার ডিঅ্য়াক্টিভেট করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ভূক্ত মানুষজন। ওইসব লোকজনকে না জানিয়েই তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। এর ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এর ফলে আইনশৃঙ্লা পরিস্থিতির অবনতি হতে পারে। কেন ওইসব আধার বাতিল হল তা বোঝা যাচ্ছে না। এনিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সামনেই লোকসভা নির্বাচন, সেই দিকে তাকিয়েই বিষয়টি নিয়ে আধার কর্তৃপক্ষের সঙ্গে মুখ্যসচিবকে কথা বলতে বলেন মুখ্যমন্ত্রী। আধার কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন তা হলে আধার ডিঅ্যাক্টিভেটের বিষয়টি নিয়ে তাদের কাছেও কোনও খবর নেই। বাংলায় আধারের অফিস থেকে আধার ডিঅ্য়াক্টিভেট করা হয়নি। রাজ্য সরকার একশো দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এখন যাদের আধার বিকল হয়ে গিয়েছে তারা টাকা তুলতেই পারবে না।

এদিকে, আধার গোলামালের জন্য প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করছে বিজেপি। পাশাপাশি এটাও বলা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আধার সক্রিয় হয়ে যাবে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস শোরগোল শুরু করতেই তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বিষয়টি তাকে অবগত করান রাজ্য বিজেপি সভাপতি। সুকান্তকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারও আধার বাতিল হবে না। যাদের বাতিল হয়েছে তাদেরও তা ফের চালু হয়ে যাবে। জানা যাচ্ছে আধার বাতিল নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। তিনি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন।

অন্যদিকে, https://uidai.gov.in/ - এর তরফে একটি বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে, আধার, সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয় পত্র। অসংখ্য ভর্তুকি, সুবিধা এবং পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড। সেকথা বিবেচনা করেই, আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে, তার জন্য, UIDAI নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। সেখানে আধারের ডেটাবেস একেবারে আপডেটেড রাখার জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ করা হচ্ছে৷ এই কাজের জন্য বিভিন্ন আধার নম্বরের প্রেক্ষিতে থাকা গ্রাহকদের কাছে বিভিন্ন সতর্কবার্তা বা বার্তা পৌঁছবে৷  কিন্তু কোনও আধার নম্বর বাতিল হবে না।

আধার বাতিলের কোনও নির্দেশ কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার বাতিলের চিঠি গিয়ে থাকতে পারে। আধার নিষ্ক্রিয়তার চিঠি পেলে আপাতত ইউআইডিএআই-এর টোল ফ্রি ফোন নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই টোল ফ্রি নম্বরটি হল - ১৯৪৭। বা অভিযোগ জানাতে ক্লিক করতে হবে এই লিঙ্কে -  https://uidai.gov.in/en/contact-support/feedback.html

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

.