ভারতে কামড়ে মশা ওপার বাংলায় চলে গেল, ওপারে কামড়ে এপারে এল, ডেঙ্গি নিয়ে মমতা

ডেঙ্গি থেকে বাঁচতে সতর্ক থাকার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Aug 1, 2019, 09:51 PM IST
ভারতে কামড়ে মশা ওপার বাংলায় চলে গেল, ওপারে কামড়ে এপারে এল, ডেঙ্গি নিয়ে মমতা

নিজস্ব প্রতিবেদন: পরিবেশ বাঁচানোর অনুষ্ঠানে গিয়ে ডেঙ্গি নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গির প্রকোপে নাজেহাল অবস্থা পড়শি বাংলাদেশে। সে কথা স্মরণ করিয়ে আধিকারিকদের সতর্ক থাকতে বললেন মমতা। বললেন, ভারতে কামড় দিয়ে ওপার বাংলায় চলে গেল। আবার ওপার বাংলায় কামড়ে এপারে চলে এল মশা।     

এদিন বৃহস্পতিবার নজরুল মঞ্চে 'সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও' অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,'রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন, শরীরকে গরমে কষ্ট দেওয়াবি, বর্ষায় ভিজবে। কখনও সেই শরীরটা বেগ দেবে না। কখনও ডায়রিয়া হবে, কখনও পক্স হবে। মশা কামড়ালে ডেঙ্গু হবে'। এরপরই মমতাকে মেয়রের দিকে তাকিয়ে বলতে শুরু করেন,  ববি আমাকে বলছিল, বাংলাদেশে অসম্ভব রকম ডেঙ্গু হচ্ছে। যেহেতু বাংলাদেশ আমাদের বর্ডার। বাংলাদেশ কিছু হলে বর্ডার দিয়ে আমাদের এখানে ঢোকে। যদিও এখানে ডেঙ্গু নিয়ে ধারাবাহিক বৈঠক হয়। তা সত্ত্বেও মনে রাখবেন জল-বায়ু যাতায়াত করে। ভারতে কামড় দিয়ে ওপার বাংলায় চলে গেল। আবার ওপার বাংলায় চলে গেল। 

আধিকারিকদের উদ্দেশে মমতা স্মরণ করিয়ে দেন, 'আমাদের আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সতর্ক থাকতে হবে। এবার বর্ষাটা হয়নি জুলাই মাসে। বর্ষাটা অগস্ট-সেপ্টেম্বরে হলে বন্যার প্রবণতা দেখা যায়'।  

জলসঙ্কটে ধুঁকছে চেন্নাই। সেই প্রসঙ্গ তুলে কলকাতাবাসীকে সতর্কও করেন মুখ্যমন্ত্রী। ১২ জুলাই রাজ্যজুড়ে জল ধরো-জল ভরো কর্মসূচির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তাঁর লক্ষ্য সবুজ বাংলা।

আরও পড়ুন- রাজ্যে আসছে উইপ্রো-মাইক্রোসফট, ১০ হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

.