নারী দিবস দিয়েই শুরু মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচার

আজ আন্তর্জাতিক নারী দিবস। আর আজকের এই বিশেষ দিনেই পুরোদস্তুর নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Mar 8, 2016, 10:54 AM IST
নারী দিবস দিয়েই শুরু মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচার

ওয়েব ডেস্ক: আজ আন্তর্জাতিক নারী দিবস। আর আজকের এই বিশেষ দিনেই পুরোদস্তুর নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ডোরিনা ক্রশিং পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মিছিলে পা মেলাবেন তৃণমূলের প্রথম সারির নেতারা। ভোটের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর থেকে সোমবারই প্রথম কলকাতায় প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। কলকাতার পর মালদা ও তারপর মুর্শিদাবাদে প্রচার করবেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নারী হিসেবে গর্ব করেন মমতা ব্যানার্জি। আর তাই নির্বাচনী প্রচারের শুরুর জন্য নারী দিবসের বিশেষ দিনটিকেই বেছে নিলেন তিনি।

.