'এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে', যাত্রী-বিক্ষোভ প্রশ্নে Mamata
করোনার (COVID) দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব ঠেকাতে গত ৬ মে থেকে বন্ধ লোকাল ট্রেন চলাচল (Local Train)।
নিজস্ব প্রতিবেদন: গতকালের পর আজ, বৃহস্পতিবারও সোনারপুর স্টেশনে ট্রেন চালানোর দাবিতে অবরোধ করেন নিত্যযাত্রীরা। কোভিড নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লোকাল ট্রেন (Local Train Service) চালু করা হবে না বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের প্রশ্নে মমতা জানান,'এমন প্রশ্ন করবেন না যাতে প্ররোচনা ছড়ায়। কোভিড ঠেকানোর জন্য বিধিনিষেধ বলবৎ আছে। আগে কোভিড কমাতে দিন। মনে রাখবেন, এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে!'
করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব ঠেকাতে গত ৬ মে থেকে বন্ধ লোকাল ট্রেন চলাচল (Local Train)। তার পর ১৬ মে থেকে বিধিনিষেধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন তো বটেই, বন্ধ হয় বাস, জলযান পরিষেবাও। এখনই লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা যে রাজ্য সরকারের নেই তার ইঙ্গিত এ দিন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,'এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে!'
অন্য রাজ্যের তুলনায় বাংলায় বিধিনিষেধ অনেকটা শিথিল রয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন,'তাও তো দোকান-বাজার চালু আছে। অন্য জায়গায় যা লকডাউন, কার্ফু হয়েছে সে সব কিছু নেই এখানে। আমাদের তো সবই চলছে প্রায়। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। এখন তো অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হচ্ছে। সরকারি থেকে শুরু করে সব জায়গায়। যেখানে যেখানে কাজ চলছে, তারা কর্মীদের নিয়ে আসছে। কোনও অসুবিধা নেই। সবজি বিক্রেতারা গাড়ি করে আসতে পারছে। সব জায়গায় বাজার খোলা।'
আরও পড়ুন- 'Mukul Roy তো বিজেপি পার্টির মেম্বার', পিএসি টানাপোড়েনে বললেন Mamata