শারদ সম্মানের মঞ্চ থেকেই মমতার পুরভোটের প্রচার

Updated By: Nov 8, 2014, 12:01 PM IST
 শারদ সম্মানের মঞ্চ থেকেই মমতার পুরভোটের প্রচার

নজরুল মঞ্চে কল্পতরু মুখ্যমন্ত্রী। দরাজ হাতে বিলোলেন বিশ্ব বাংলা শারদ সম্মান। পুরস্কার জুটল, বড়,ছোট, মেজ সব উদ্যোক্তার কপালেই। একি নেহাতই বিজয়া সৌজন্য নাকি সুকৌশলে পুরভোটের প্রচার? উঠছে প্রশ্ন।

 শুক্রবার নজরুল মঞ্চের পরিবেশটা ছিল হুববু এই গানের কলির মতো। এমন এক অনুষ্ঠান যেখান থেকে খালি হাতে ফিরলেন না কেউই। তৃণমূলের সব নেতা-মন্ত্রী-কর্মীর ক্লাবই পেল কোনও না কোনও পুরস্কার।

মুখ্যমন্ত্রী এবার পুজোর প্রস্তুতি নিয়েছিলেন অনেক আগেই। দেবীর চক্ষুদান থেকে পুজো উদ্বোধন। শহর কলকাতায় পুজো জুড়ে ছিলেন তিনিই। ইতিমধ্যেই পরের পুজোর উদ্বোধন পরিকল্পনাও সেরে ফেলেছেন তিনি।

অনেকটা ক্লাবগুলিকে অনুদান বিতরণের ঢঙেই পুজো কমিটিগুলিকে পুরস্কার বিলি। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে এভাবেই সুকৌশলে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে সেই সমালোচনায় বিন্দুমাত্র ভাবিত নন তিনি। বরং আগামী বছর পুজোর পরিসর আরও বাড়ানোর ঘোষণা এখন থেকেই করে দিলেন।

 

.