সবে দেড় লক্ষকে টিকা, ১০ কোটির পর কবে CAA? শাহি-আশ্বাসে প্রশ্ন Mamata-র

অমিতের আশ্বাস নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Feb 11, 2021, 08:20 PM IST
সবে দেড় লক্ষকে টিকা, ১০ কোটির পর কবে CAA? শাহি-আশ্বাসে প্রশ্ন Mamata-র

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন এখনই চালু হচ্ছে না, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এনিয়ে মতুয়ামহলে তৈরি হয়েছে সংশয়। সেই সংশয় নিরসনেই এ দিন ঠাকুরনগরে সভায় অমি শাহ ঘোষণা করেছেন, 'টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরই নাগরিকত্ব দেওয়া হবে।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিশ্রুতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, কোন টিকাকরণের পর নাগরিকত্ব দেবেন? 

এ দিন ঠাকুরনগরের সভায় মতুয়াদের আশ্বস্ত করে অমিত শাহ (Amit Shah) বলেন,'যা বলি সেটাই করি। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংসদে পাস করিয়েছি। এই পবিত্র ভূমিতে প্রতিশ্রুতি দিচ্ছি, টিকাকরণ শেষ হওয়ার পর আপনাদের নাগরিকত্ব দেবে বিজেপি।' তবে টিকাকরণ কর্মসূচি যে গতিতে চলছে, তাতে আইন কবে চালু হবে, সেনিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, 'কোন টিকাকরণের পর? জনসাধারণের টিকাকরণ কবে হবে? রাজ্যে থাকেন ১০ কোটি মানুষ। তার মধ্যে টিকা দেওয়া হয়েছে দেড় লক্ষ প্রথম সারির কোভিডযোদ্ধাকে। জনসাধারণকে তো দেইনি। দেবে কিনা জানিও না!  নির্বাচন, টিকাকরণের পর হবেই না। একবছর পরও নাগরিকত্ব সংশোধনী আইনের নীতিমালা হল না। মুখে বলেন এক, করেন আর এক। যা বলার স্পষ্ট করে দিন। উস্কানি দিচ্ছেন কেন? কেন বিভেদ ছড়াচ্ছেন?'

ঠাকুরনগরের সভা থেকে সংখ্যালঘুদেরও বার্তা দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। তাঁর আশ্বাস,'মুসলিম ভাইদের বলছি, কারও নাগরিকত্ব যাবে না। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা।' অমিতের এহেন আশ্বাসবাণী নিয়েও সংশয়প্রকাশ করেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর অভিমত,'বনগাঁয় বলছে, মুসলিমদের ভয়ের কারণ নেই। কিন্তু, একেক জায়গায় একেক রকম কথাবার্তা বলছেন।'

আরও পড়ুন- Amit-র 'ভুয়া-ভাতিজা'র পাল্টা Mamata-র মুখে শাহ-পুত্র

.