টিকা-শংসাপত্রেও ছবি! পছন্দ করি না তাও নিতে হবে, মানুষের স্বাধীনতা কোথায়: Mamata
রাজ্যে ১৪ কোটি টিকার দরকার বলে মনে করিয়ে দিয়েছেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড-শংসাপত্রে কেন নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন আরও একবার রাজ্যকে পর্যাপ্ত টিকা না দেওয়ার অভিযোগ করলেন। তিনি জানান,'রাজ্যের জন্য দরকার ১৪ কোটি টিকা। ঠিকমতো টিকা মিলছে না।'
কোভিড-টিকা (Covid Vaccine) নেওয়ার পর গ্রহীতাকে দেওয়া হচ্ছে শংসাপত্র। তাতে রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi) ছবি। এ নিয়ে আপত্তি করলেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'আমি আপনার সমর্থক নই। কেন ছবি ব্যবহার করব? কোভিড শংসাপত্রে নিজের ছবি বাধ্যতামূলক করেছেন। আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু আমাকে এটা নিতে হবে। কেন? মানুষের স্বাধীনতা কোথায়?' এরপর মমতার কটাক্ষ, ডেথ সার্টিফিকেটেও নিজের ছবি দিন। বাড়াবাড়ি করছে!
রাজ্যে ১৪ কোটি টিকার দরকার বলে মনে করিয়ে দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য,' ঠিকমতো টিকা পাচ্ছি না। ১৪ কোটি টিকা লাগবে। ৩ কোটি ৩২ লক্ষ পর্যন্ত দিতে পেরেছি। প্রথম ডোজ পেয়েছে ২.৩৯ কোটি। ৯২ লক্ষ দ্বিতীয় ডোজ। প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টিকাকরণ হচ্ছে। ১১ লক্ষ করার ক্ষমতা রয়েছে। টিকাকরণে সেরা বাংলা। টিকা নষ্টও এখানে সবচেয়ে কম।'
আরও পড়ুন- Mamata: ভাইফোঁটা থেকে 'দুয়ারে রেশন', লক্ষ্মীর ভাণ্ডারে বিনামূল্যের ফর্মে খাঁটি-নম্বর