Mamata: সেই রামও নেই সেই অযোধ্যাও নেই, 'বঙ্গভঙ্গে' BJP-কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অত সহজ নয়! খেলা হবে, বললেন মমতা। 

Updated By: Aug 25, 2021, 05:42 PM IST
Mamata: সেই রামও নেই সেই অযোধ্যাও নেই, 'বঙ্গভঙ্গে' BJP-কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুলে পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন জন বার্লা (John Barla)। তার পর বিজেপির ছোট-বড় নেতানেত্রী থেকে রাজ্য সভাপতির গলায় শোনা গিয়েছে একই সুর। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও 'বঙ্গভঙ্গ' বিতর্ক উস্কে দেন। বুধবার উত্তরবঙ্গের বিভাজন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেরুয়া শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন,'খেলা হবে। অত সহজে আমরা খেলায় হারতে চাই না। এটা মাথায় রাখতে হবে।'

এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'যারা দেশ বিক্রি করতে চায়, তারা ভাবছে দেশটার সঙ্গে বাংলাটাকেও বিক্রি করে দিই। অত সহজ নয়! খেলা হবে। অত সহজে আমরা খেলায় হারতে চাই না। এটা মাথায় রাখতে হবে।' তাঁর হুঁশিয়ারি,'বিজেপি নেতাদের মতে দেশ চলবে না। বিজেপির মন্ত্রীদের কথায় বাংলা ভাগ হবে না। সেই রামও নেই সেই অযোধ্যাও নেই। রাম ও অযোধ্যাকে জানতে গেলে আগে ভালো করে রামায়ণটা পড়তে হবে।'

মঙ্গলবার মালদহে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) বলেন,'কলকাতা ফ্লাইওভারের বরাদ্দের চেয়েও কম খরচ হয় উত্তরবঙ্গের উন্নয়নে। উত্তরবঙ্গে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। জনগণের আবেগের বিপক্ষে থাকব না। গণতন্ত্রে জনতাই শেষ কথা। জনপ্রতিনিধি হিসেবে জনতার আবেগকে সম্মান করা উচিত।' উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি বিজেপির ঘোষিত অবস্থান নয়। তা সত্ত্বেও দিন কয়েক আগে বার্লার পাশে বসে দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেন, উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে উন্নয়ন হয়নি। আলাদা রাজ্যের দাবি অবৈধ নয়। জন বার্লা জনপ্রতিনিধি। যাঁরা তাঁকে জিতিয়েছেন তাঁদের কথা শোনা তাঁর দায়িত্ব।'

আরও পড়ুন- BJP: জনতার আবেগের বিপক্ষে থাকব না, এবার পৃথক রাজ্যের দাবি উস্কে দিলেন Nisith

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.