পুরনো দফতরের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নও নিজের হাতে রাখলেন Mamata
একাধিক দফতর নিজের হাতে রাখলেন মমতা।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বার ক্ষমতায় ফিরে একাধিক দফতর নিজের হাতে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর সরকারের নতুন মন্ত্রিসভা শপথগ্রহণের পর দফতর বণ্টন করেন মুখ্যমন্ত্রী। এবার উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিজের হাতে রেখেছেন মমতা (Mamata Banerjee)।
গত ১০ বছর ধরে মমতার হাতে রয়েছে স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং তথ্য ও সংস্কৃতি দফতর। তা ছাড়া প্রশাসন ও কর্মিবর্গ, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের মন্ত্রীও তিনি। এবার নতুন সংযোজন হল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ওই দফতর প্রথমে গৌতম দেব, পরে রবীন্দ্রনাথ ঘোষ সামলেছেন। রবীন্দ্রনাথ হারার পর মমতা কাকে ওই দফতর দেন, তা নিয়ে কৌতূহল ছিল। শেষপর্যন্ত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী।
গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটাও আসন পায়নি তৃণমূল। বিধানসভা ভোটেও উত্তরবঙ্গে বিজেপি সাফল্য পেয়েছে। এই অবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন- গণতন্ত্র বিরোধী: Sougata; ব্যর্থ বলেই করতে হচ্ছে: Bikash; কাম্য নয়: Samik