Oxygen-এর অভাব, রোগী ভর্তি বন্ধ করল রাজারহাটের বেসরকারি হাসপাতাল

হাসপাতাল সূত্রে খবর, ৪২ জন রোগীর মধ্যে ২৪ জন ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন।

Updated By: May 10, 2021, 05:22 PM IST
Oxygen-এর অভাব, রোগী ভর্তি বন্ধ করল রাজারহাটের বেসরকারি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের অভাবে রোগী ভর্তি বন্ধ করে দিতে হল রাজারহাটের OHIO হাসপাতালে। আপাতত সেখানে ভর্তি রয়েছেন ৪২ জন রোগী। আচমকা যদি তাদের অক্সিজেনে টান পড়ে তাহলে বড় কিছু হয়ে যেতে পারে বলে জানিয়েছে হাসপাতাল।

আরও পড়ুন- শীতলকুচিকাণ্ডে তৎপর CID, CISF-এর ৬ জওয়ানকে তলব

হাসপাতালের এক প্রতিনিধি সংবাদমাধ্যমে জানান, আমাদের যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী সরবারহ নেই। কিছু রোগী হাই ফ্লো অক্সিজেনে রয়েছে, কয়েকজন ভেন্টিলেটরে রয়েছেন, আইসিইউতে রয়েছেন। এদের অনেকেরই অবস্থা খারাপ হচ্ছে। তখন তাদের অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। এখানে ৪২ জন রোগী রয়েছেন। অক্সিজেন না পেলে বড় কিছু হয়ে যেতে পারে।

আরও পড়ুন-রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari, শিশিরপুত্রকে সমর্থন ২২ BJP বিধায়কের

হাসপাতাল সূত্রে খবর, ৪২ জন রোগীর মধ্যে ২৪ জন ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। এদের অক্সিজেনের চাহিদা প্রচুর। প্রতিদিন ২৪০ সিলিন্ডারের প্রয়োজন হয়। সেই জায়গায় তারা পান মাত্র ১৬০ সিলিন্ডার। ফলে চরম একটা অক্সিজেন সঙ্কট রয়েছে। বিষয়টি স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে হাসপাালের তরফে।

.