Mamata Banerjee: ১১ সিম, রেইকি, বাংলাদেশ যোগ! মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ আসলে 'গভীর ষড়যন্ত্র'
মুখ্যমন্ত্রীর বাড়ির ছবি তোলে হাফিজুল। এই ছবি সে কোথায় কোথায় পাঠিয়েছে? এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে?
পিয়ালি মিত্র: মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়িতে ঢোকার আগে ৭ থেকে ৮ বার রেইকি করেছিল হাফিজুল। তথ্য সংগ্রহ করেছিল মুখ্যমন্ত্রীর পাড়া থেকে। এলাকার বাচ্চাদের চকোলেট, কোল্ড ড্রিংকস খাইয়ে তথ্য সংগ্রহ করে হাফিজুল। যার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বাড়ির ছবিও তুলেছে হাফিজুল। ছবি তুলেছে কালীঘাটের আরও জায়গারও। একইসঙ্গে তদন্তে আরও জানা গিয়েছে যে, ১১টি সিম কার্ড ছিল হাফিজুলের। সেই সিম কার্ডগুলি ব্যবহার করে বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, মুম্বই, গুজরাটে ফোন করত সে। এমনকি পুজোর আগে বাংলাদেশেও গিয়েছিল হাফিজুল। পুজোর সময় বেআইনিভাবে বাংলাদেশ অনুপ্রবেশ করে হাফিজুল। সেখানে তিনদিন ছিল সে।
প্রসঙ্গত, এই ঘটনায় পুলিস প্রথমে অনুপ্রবেশের মামলা রুজু করেছিল। কিন্তু তদন্তকারীরা অফিসাররা মনে করছেন, এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ, সিটের তদন্তে উঠে এসেছে উপরোক্ত চাঞ্চল্যকর তথ্যগুলি। অপরাধ জগতের সঙ্গে যুক্ত এমন ব্যক্তির সঙ্গে হাফিজুলের যোগ মিলেছে বলেও খবর।
উল্লেখ্য, ২ তারিখ রাতের বেলা মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকে পড়ে হাফিজুল। ৭ থেকে ৮ ঘণ্টা ছিল। সেদিনও হাফিজুলের সাথে ছিল একটা মোবাইল। যা উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। সেই মোবাইলেই পাওয়া গিয়েছে কালীঘাটের বিভিন্ন জায়গার ছবি। এখন তার তোলা এই ছবি সে কোথায় কোথায় পাঠিয়েছে? এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।
আরও পড়ুন, Anis Khan Death Case: কাঠগড়ায় OC-ASI সহ ৫, কেন রেইড? কী ঘটে? আনিসকাণ্ডে চার্জশিটে খোলসা করল সিট
Sealdah Metro: শিয়ালদহ মেট্রো নিয়ে সংঘাত তুঙ্গে, উদ্বোধনের আগেই উত্তরবঙ্গে মমতা