লকডাউনে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ই রেজিস্ট্রেশন চালু। রেজিস্ট্রেশনের টাকা কমল আরও ২০ শতাংশ। 

Reported By: সুতপা সেন | Updated By: Apr 16, 2020, 10:07 PM IST
লকডাউনে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ল। সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন করা হল। এদিন নবান্নে সাংবাধিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে এপ্রিল মাসে নিজের সম্পত্তির হিসাব জমা দিতে হয়। এবার লকডাউনের জেরে অফিস ছুটি। তাই সম্পত্তির হিসেব জমা দেওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় সরকারি কর্মীরা। সমস্যা সমাধানে তাই সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

একইসঙ্গে সম্পত্তি দলিলের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশনও শুরু করল রাজ্য সরকার। এর জন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই এটা করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এখন বায়োমেট্রিক নেওয়া যাচ্ছে না।

তাই লকডাউন উঠে গেলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে হবে। তার আগে ডিজিটাল পেপার ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশনের টাকাও আরও ২০ শতাংশ কমিয়ে দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন, 'রেশনে যারা অর্ধেক চাল পেয়েছেন, বাকিটা পেয়ে যাবেন, নতুন খাদ্যসচিব নিয়োগ হচ্ছে'

.