ডিসেম্বর-জানুয়ারিতে শূন্যপদে শিক্ষক নিয়োগ, নতুন করে টেট পরীক্ষা: মমতা
নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: আগামী দু'মাসের মধ্যে শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যেই ২০ হাজার যুবক-যুবতী টেট পাশ করেছে। শূন্যপদ ১৬,৫০০। ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নতুন করে টেট হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এ দিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন,''প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয়। এখন ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।'' আগামী দু'মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন,''সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।''
নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন,''অতিমারী পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তৃতীয় টেট পরীক্ষার আবেদন পড়েছে আড়াই লক্ষ। প্রাথমিক শিক্ষক পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেবে।''
কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে টেস্ট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, টেট ছাড়াই ২০২১ সালে সব ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হল।
আরও পড়ুন- বাইডেনকে শুভেচ্ছা; এ বার হয়তো আমেরিকা যাবেন মমতা