'সৈনিক'দের দফতর বণ্টন মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজই দুপুর নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নিয়েছেন তিনি। আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বৈঠকের পর মন্ত্রিদের দফতর বন্টন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

Updated By: May 27, 2016, 08:54 PM IST
'সৈনিক'দের দফতর বণ্টন মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেক্স : আজই দুপুর নিজের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নিয়েছেন তিনি। আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বৈঠকের পর মন্ত্রীদের দফতর বন্টন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এক নজরে কে কোন দফতর পেলেন-

মমতা বন্দ্যোপাধ্যায় - স্বরাষ্ট্র, পাহাড়, স্বাস্থ্য, তথ্য সংস্কৃতি, ক্ষুদ্রশিল্প, সংখ্যালঘু উন্নয়ন ও ভূমি সংস্কার দফতর

অমিত মিত্র - অর্থ, শিল্প ও বাণিজ্য এবং শিল্প পুনর্গঠন, আবগারি দফতর

ব্রাত্য বসু- তথ্যপ্রযুক্তি দফতর

পার্থ চট্টোপাধ্যায়- সংসদ বিষায়ক ও স্কুল শিক্ষা দফতর

শোভন চট্টোপাধ্যায়- দমকল, পরিবেশ ও আবাসন দফতর

শোভনদেব চট্টোপাধ্যায়- বিদ্যুত্‍ দফতর

অবনী জোয়ারদার- কারা দফতর

সুব্রত মুখোপাধ্যায়- পঞ্চায়েত দফতর

ফিরহাদ হাকিম- পুর ও নগরোন্নয়ন দফতর

অরূপ রায়- সমবায় দফতর

অরূপ বিশ্বাস- পূর্ত, যুবকল্যাণ ও ক্রীড়া দফতর

আব্দুর রেজ্জাক মোল্লা- খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর

গৌতম দেব- পর্যটন দফতর

জ্যোতিপ্রিয় মল্লিক- খাদ্য দফতর

বিনয়কৃষ্ণ বর্মণ- বন দফতর

জাভেদ খান- অসামরিক ও বিপর্যয় মোকাবিলা দফতর

সাধন পান্ডে- ক্রেতা সুরক্ষা দফতর

শুভেন্দু অধিকারী- পরিবহন দফতর

পূর্ণেন্দু বসু- কৃষি দফতর

চন্দ্রনাথ সিনহা- মত্‍স্য দফতর

মলয় ঘটক- আইন ও শ্রম দফতর

রবীন্দ্রনাথ ঘোষ- উত্তরবঙ্গ উন্নয়ন দফতর

শান্তিরাম মাহাত- পশ্চিমাঞ্চল উন্নয়ন

চূড়ামণি মাহাত- সংখ্যালঘু উন্নয়ন

সৌমেন মহাপাত্র- জলসম্পদ উন্নয়ন

জেমস কুজুর- আদিবাসী উন্নয়ন

তপন দাশগুপ্ত- কৃষি বিপণন

রাজীব বন্দ্যোপাধ্যায়- সেচ দফতর

আশিস ব্যানার্জি- জৈব প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি ও পরিকল্পনা বিষয়ক দফতর

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

শশী পাঁজা- স্বাস্থ্য ও শিশুকল্যান দফতর

স্বপন দেবনাথ- পঞ্চায়েত ও ভূমি ও ভূমি সংস্কার দফতর

সিদ্দিকুল্লা চৌধুরী- গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতর

মন্টুরাম পাখিরা- সুন্দরবন উন্নয়ন দফতর

অসীমা পাত্র- কারীগরি প্রশিক্ষণ দফতর

প্রতিমন্ত্রী

লক্ষ্মীরতন শুক্লা- ত্রীড়া দফতর

ইন্দ্রনীল সেন- তথ্য ও সংস্কৃতি দফতর

শ্যামল সাঁতরা- পঞ্চায়েত ও জনস্বাস্থ্য দফতর

গুলাম রব্বানি- পর্যটন  দফতর

বাচ্চু হাঁসদা- উত্তরবঙ্গ উন্নয়ন দফতর

গিয়াসুদ্দিন মোল্লা- সংখ্যালঘু উন্নয়ন দফতর

সন্ধ্যারানি টুডু- অনগ্রসর জাতি উন্নয়ন দফতর

জাকির হোসেন- শ্রম দফতর

এছাড়া, স্পিকার পদে দায়িত্ব পাচ্ছেন বিমান মুখোপাধ্যায়। ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি।

.