তৃণমূল কংগ্রেস কথা রাখেনি, তাই বিজেপির দারস্থ মহাশ্বেতা দেবী
তৃণমূল কংগ্রেস কথা রাখেনি। তাই লোকসভা ভোটে পছন্দের প্রার্থী দেওয়ার বিষয়ে বিজেপিকে ফোন করেছিলেন মহাশ্বেতা দেবী। আজ এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। তাঁর বক্তব্য, অঞ্জলি ওরাঁওকে আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী করার অনুরোধ জানিয়েছেন। তৃণমূল এবিষয়ে মহাশ্বেতা দেবীকে কথা দিলেও তা রাখেনি। সেই জন্যই অঞ্জলি ওঁরাওকে প্রার্থীর করার জন্য বিজেপিকে ফোন করেন তিনি। তবে রাহুল সিনহা জানিয়েছেন, আলিপুরদুয়ারে প্রার্থী করার বিষয়ে তাদের সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে। ফলে এই অনুরোধ রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।
তৃণমূল কংগ্রেস কথা রাখেনি। তাই লোকসভা ভোটে পছন্দের প্রার্থী দেওয়ার বিষয়ে বিজেপিকে ফোন করেছিলেন মহাশ্বেতা দেবী। আজ এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। তাঁর বক্তব্য, অঞ্জলি ওরাঁওকে আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী করার অনুরোধ জানিয়েছেন। তৃণমূল এবিষয়ে মহাশ্বেতা দেবীকে কথা দিলেও তা রাখেনি। সেই জন্যই অঞ্জলি ওঁরাওকে প্রার্থীর করার জন্য বিজেপিকে ফোন করেন তিনি। তবে রাহুল সিনহা জানিয়েছেন, আলিপুরদুয়ারে প্রার্থী করার বিষয়ে তাদের সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে। ফলে এই অনুরোধ রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।
তৃণমূলের পর এবার বিজেপির দ্বারস্থ হলেন মহাশ্বেতা দেবী। বিজেপির রাহুল সিনহার দাবি, পালিত কন্যা অঞ্জলি ওঁরাওকে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রার্থী করার জন্য এই বিশিষ্ট লেখিকা তাঁকে ফোন করেন।
অঞ্জলি ওঁরাওকে প্রার্থী করা নিয়ে তাঁপর সঙ্গে যোগায়োগ করেছিলেন মহাশ্বেতা দেবী। আজ এই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। প্রবীণ সাহিত্যিকের বক্তব্য, এধরনের কোনও অনুরোধ করার কথা মনেই করতে পারছেন না তিনি।