সোমবার থেকে শুরু মাধ্যমিক, ভিডিও ক্যামেরার নজরদারিতে চলবে পরীক্ষা
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ একান্ন হাজার। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দ হাজার বেড়েছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় এবার প্রায় চোদ্দ হাজার বেশি। টোকাটুকির ঘটনা আটকাতে প্রতি জেলায় দশটি করে ভিডিও ক্যামেরার ব্যবস্থা রাখা হচ্ছে। মূলত ছাপ্পান্নটি স্পর্শকাতর কেন্দ্র এবং অন্যান্য এলাকায় এই ক্যামেরাগুলি কাজে লাগানো হবে।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ একান্ন হাজার। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দ হাজার বেড়েছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় এবার প্রায় চোদ্দ হাজার বেশি। টোকাটুকির ঘটনা আটকাতে প্রতি জেলায় দশটি করে ভিডিও ক্যামেরার ব্যবস্থা রাখা হচ্ছে। মূলত ছাপ্পান্নটি স্পর্শকাতর কেন্দ্র এবং অন্যান্য এলাকায় এই ক্যামেরাগুলি কাজে লাগানো হবে।
ক্যামেরায় গোলমালের ছবি ধরা পড়লে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেয়নি পর্ষদ। তবে প্রতিটি জেলার যা আয়তন তাতে মাত্র দশটি ক্যামেরায় এলাকার সব জায়গায় যাওয়া যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সংশয়।