অটোচালকদের বন্ধ-আবরোধেও নিষেধাজ্ঞা
কোনও রকমের বনধ-অবরোধ বরদাস্ত করবে না রাজ্য সরকার। রবিবার ক্ষুধিরাম অনুশীলন কেন্দ্রে অটোচালকদের সঙ্গে বৈঠকে এই কড়া বার্তা দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।
কোনও রকমের বনধ-অবরোধ বরদাস্ত করবে না রাজ্য সরকার। রবিবার ক্ষুধিরাম অনুশীলন কেন্দ্রে অটোচালকদের সঙ্গে বৈঠকে এই কড়া বার্তা দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। অটোচালকদের আনা কোনও দাবিকেই কার্যত আমল দেওয়া হল না এদিনের বৈঠকে।
রবিবারের বৈঠকে অটোচালকদের লাইসেন্স বাধ্যতামূলক করার কথা জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। যাত্রীসংখ্যা ৪-এ বেঁধে দেওয়া হয়েছে। অটোচালকদের ভাড়া বাড়ানোর দাবি খতিয়ে দেখতেও গড়া হচ্ছে বিশেষ কমিটি। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার প্রাথমিক রিপোর্ট দেবে। ভুয়ো অটো নির্মূল করতে চালু করা হবে সিকিওরিটি নম্বর প্লেট। দুর্নীতি রুখতে বন্ধ হচ্ছে অটো কেনাবেচাও।
বৈঠক শেষে পরিবহণমন্ত্রী জানান আচমকা বন্ধ-অবরোধ না করার আশ্বাস দিয়েছেন অটোচালকরা। তবে, বন্ধ-অবরোধ না করার আশ্বাস দিলেও সরকারের তরফে দেওয়া অটোচালকদের ইউনিফর্ম চালু করার প্রস্তাবে আপত্তি জানিয়েছেন অটোচালকদের একাংশ।