বিস্ফোরক মদন: সারদাকাণ্ডে নাম নিলেন তিন সিপিআইএম নেতার

ফের বিস্ফোরক মদন মিত্র। প্রশ্ন তুললেন CBI-এর নিরাপত্তা নিয়ে। CGO কমপ্লেক্স থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে, সারদা কাণ্ডে তিন CPIM নেতার জড়িত থাকার অভিযোগ তুলেছেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেন, সুজন চক্রবর্তী, রবীন দেব ও মহম্মদ সেলিমর নাম তিনি তদন্তকারীদের বলেছেন। কিন্তু, তাঁরা CPIM হওয়ায় CBI তলব করছে না।

Updated By: Dec 19, 2014, 04:10 PM IST
বিস্ফোরক মদন: সারদাকাণ্ডে নাম নিলেন তিন সিপিআইএম নেতার

কলকাতা: ফের বিস্ফোরক মদন মিত্র। প্রশ্ন তুললেন CBI-এর নিরাপত্তা নিয়ে। CGO কমপ্লেক্স থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে, সারদা কাণ্ডে তিন CPIM নেতার জড়িত থাকার অভিযোগ তুলেছেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেন, সুজন চক্রবর্তী, রবীন দেব ও মহম্মদ সেলিমর নাম তিনি তদন্তকারীদের বলেছেন। কিন্তু, তাঁরা CPIM হওয়ায় CBI তলব করছে না।

মদন মিত্রকে আর নিজেদের হেফাজতে চায় না CBI। আলিপুর আদালতে তাঁর জেল হেফাজতের আর্জি জানালেন CBI-এর আইনজীবী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন DC এবং DC পদমর্যাদার পুলিস অফিসারেরা। আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মদন মিত্রের অনুগামীরা।  

 

.