আসার কথা ৫টায়, এসেছি তিনটেয়, কারণ Saayoni তুমি এগিয়ে চলো: Madan
'লভ জিহাদ' নিয়েও সরব হন মদন মিত্র।
নিজস্ব প্রতিবেদন: 'জয় শ্রী রাম' বিতর্কে অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) পাশে দাঁড়ালেন মদন মিত্র (Madan Mitra)। ভবানীপুরের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে সায়নীর পাশে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন,'এই মুহূর্তে বাংলার প্রতিবাদী কণ্ঠ। সায়নী তুমি এগিয়ে চলো।'
এ দিন ভবানীপুরে অরাজনৈতিক অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেল সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও মদন মিত্রকে (Madan Mitra)। বক্তব্য রাখতে উঠে মদন বলেন,'আমি দেখেছি, খুব সুন্দর সুন্দর দেখতে মেয়েরা ঘুরছে। যা জিনিসপত্র রাখা হয়েছে, তাদের পরলে খুব সুন্দর লাগবে। সবথেকে সুন্দর আমাদের মন। সেই জন্যে এই মুহূর্তে বাংলার প্রতিবাদী কণ্ঠ সায়নী ঘোষ। আমার আসার কথা ৫টায়। এসেছি তিনটেয়। তার একটাই কারণ, সায়নী তুমি এগিয়ে চলো। গোটা সরকার, বাংলা তোমার পাশে আছে।'
'লভ জিহাদ' নিয়েও সরব হন মদন মিত্র (Madan Mitra)। তাঁর কথায়,'এই গাজা পার্ক এমনভাবে তৈরি করো, যেমন ইকোপার্কে বেড়াতে যায় তেমনই ভবানীপুরের ছেলেমেয়েরা যেন এই পার্কে আসে। এখানে আমরা লভ জিহাদ মানি না। বাংলায় অ্যান্টিরোমিও স্কোয়াড হবে না। বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।'
প্রসঙ্গত, Zee ২৪ ঘণ্টার 'আপনার রায় WITH অঞ্জন' অনুষ্ঠানে সায়নী ঘোষ বলেছিলেন,'বাইকে চেপে জয় শ্রী রাম বলে রণধ্বনি দেওয়া হচ্ছে। ঈশ্বরের নাম ভাল করে নিন।' তারপরই সায়নীর সঙ্গে টুইটারে বাকযুদ্ধে জড়ান বিজেপি নেতা তথাগত রায়। অভিনেত্রীর বিরুদ্ধে বিষোদগার শুরু করেন গেরুয়াপন্থী নেটিজেনরা। তাঁর একটি পুরনো টুইট নিয়ে মামলাও করা হয়।
আরও পড়ুন- পার্শ্বশিক্ষক-পুলিসের খণ্ডযুদ্ধ, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সুবোধ মল্লিক স্কোয়ারে