জেলে থাকলেও মন্ত্রী মদন মিত্রের দিন কাটছে রীতিমতো রসেবশেই

আসছে বাড়ির খাবার। দিব্যি মিলছে তেলমালিশের আরাম। জেলে থাকলেও মন্ত্রী মদন মিত্রের দিন কাটছে রীতিমতো রসেবশেই।  কিন্তু জেলে বসেই যে জামাই আদর জুটছে মন্ত্রীর, তা কি আদৌ তাঁর প্রাপ্য? বিতর্ক তুঙ্গে।

Updated By: Dec 30, 2014, 08:41 PM IST
জেলে থাকলেও মন্ত্রী মদন মিত্রের দিন কাটছে রীতিমতো রসেবশেই

ওয়েব ডেস্ক: আসছে বাড়ির খাবার। দিব্যি মিলছে তেলমালিশের আরাম। জেলে থাকলেও মন্ত্রী মদন মিত্রের দিন কাটছে রীতিমতো রসেবশেই।  কিন্তু জেলে বসেই যে জামাই আদর জুটছে মন্ত্রীর, তা কি আদৌ তাঁর প্রাপ্য? বিতর্ক তুঙ্গে।

মন্ত্রীর এই ভাষণের পর কেটে গেছে অনেকদিন। বয়ে গেছে অনেক জল। গ্রেফতার হলেন মন্ত্রী। সিবিআই হেফাজত ঘুরে বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে এখন তিনি জেলে। জেলে থেকেও তিনি কি ন্তু অন্তরালে নন। প্রতিদিনই খবরের শিরোনামে। একজন মন্ত্রী জেলে থেকে কী কী সুযোগ সুবিধা পেতে পারেন, তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এবিষয়ে আইন কী বলছে?

তবে এই রাজবন্দি নিয়ে আরও একটিগুরুতর প্রশ্ন তুলেছে আইনি মহল। কিছুদিন আগেই জেল থেকে  ছাড়া পেয়েছেন সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জেলে যেখানে এখন মদন মিত্র রয়েছেন, সুশান্ত ঘোষও একসময়ে ছিলেন সেখানেই। 

.