কুমোরটুলি থেকে বিদেশে পাড়ি মা দুগ্গার

কুমোরটুলিতে গেলে এখন চোখে পড়তে পারে পুরোপুরি তৈরি-হওয়া প্রতিমা। এইসব দুর্গারা পাড়ি দিচ্ছেন বিদেশ। আর প্রতিমার বিদেশযাত্রা দেখে শুরু হয়ে যাচ্ছে পুজোর দিন-গোনা।

Updated By: Jul 13, 2015, 02:52 PM IST
কুমোরটুলি থেকে বিদেশে পাড়ি মা দুগ্গার

ওয়েব ডেস্ক: কুমোরটুলিতে গেলে এখন চোখে পড়তে পারে পুরোপুরি তৈরি-হওয়া প্রতিমা। এইসব দুর্গারা পাড়ি দিচ্ছেন বিদেশ। আর প্রতিমার বিদেশযাত্রা দেখে শুরু হয়ে যাচ্ছে পুজোর দিন-গোনা।

পুজোর বাকি আর তিনমাসের কিছু বেশিদিন। কুমোরটুলিতে এখন প্রতিমার বিদেশ যাওয়ার পালা। তাই বেশ কিছু প্রতিমাশিল্পীর কাছেই দেখতে পাবেন সেজে-গুজে তৈরি দুর্গাপ্রতিমা। যেমন প্রদ্যুত্ পাল আর প্রশান্ত পাল।

বিদেশের প্রতিমা ফাইবারের হয়,প্রদ্যুতের একটি মাটির প্রতিমা যাচ্ছে আফ্রিকা । এটি আটফুটের, অন্যটি এগারো ফুটের। গন্তব্য আমেরিকা। প্রশান্ত পালের ঠাকুর গেছে অস্ট্রেলিয়া লন্ডন। তৃতীয়টির কাজ চলছে ।যাবে কাছের বিদেশ সিঙ্গাপুর। হাতে তাই আছে সময়। সব দুর্গাই যাচ্ছে জলপথে।যেতে সময় লাগে। তাই আগে।

.