Jadavpur Lok Sabha Election Result 2024: মিমির ছেড়ে যাওয়া যাদবপুরে বাজিমাত 'কাজের মেয়ে' সায়নীর!

Jadavpur Lok Sabha Election result 2024:  ২০০৯-এ যাদবপুর আসন থেকেই জেতেন কবীর সুমন। ২০১৪-তে যাদবপুর থেকে সাংসদ হন মিমি। এবার আর মিমিকে প্রার্থী করেনি তৃণমূল।

Updated By: Jun 4, 2024, 07:07 PM IST
Jadavpur Lok Sabha Election Result 2024: মিমির ছেড়ে যাওয়া যাদবপুরে বাজিমাত 'কাজের মেয়ে' সায়নীর!
নিজস্ব ছবি

Jadavpur Lok Sabha Election result 2024: ২০২৪ লোকসভা নির্বাচনে যাদবপুরে বাজিমাত সায়নীর। যাদবপুর লোকসভা কেন্দ্রে ২ লাখ ৫৬ বাজার ৭৭৪ ভোটে জয়ী তৃণমূলের সায়নী। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তৃতীয় স্থানে সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। যাদবপুরের শক্ত মাটিতে এবার পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিল বিজেপি। কিন্তু ফল বেরতেই দেখা গেল, 'কাজের মেয়ে' সায়নীর 'ঝড়ে' যাদবপুরে কার্যত উড়ে গেল অনির্বাণ-সৃজন। যাদবপুর আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল-   

লোকসভা নির্বাচন ২০২৪: যাদবপুর

দল- প্রার্থী - প্রাপ্ত ভোট 
তৃণমূল- সায়নী ঘোষ-  ৭,১৩,৯০৭
বিজেপি- ড. অনির্বাণ গাঙ্গুলি- ৪,৫৭,১৩৩
সিপিআইএম- সৃজন ভট্টাচার্য- ২,৫৬,৭৭৮

কবে ভোট হয়
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় যাদবপুরে। ভোট হয় ১ জুন তারিখে। 

ভোটের হার
ভোট পড়েছে ৭৬.৬৮ শতাংশ।

কেন্দ্রের খুঁটিনাটি ও ইতিহাস
দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিরাট অংশ এই  যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- বারুইপুর পূর্ব (সংরক্ষিত), বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। যাদবপুর কেন্দ্রের ২১.৪ শতাংশ মুসলিম ভোটার। এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতেই প্রথমবার সংসদে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৯৮৪ সালে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে সিপিআইএম-এর সোমনাথ চট্টোপাধ্য়ায়কে হারিয়ে সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯-এ এই আসন থেকেই জেতেন কবীর সুমন। বিগত ৩ লোকসভা ভোটেই যাদবপুর দখলে রেখেছে তৃণমূল।

২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল
২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুরে জয়ী হন মিমি চক্রবর্তী। প্রাপ্ত ভোট ৬ লাখ ৮৭ হাজার ৭৭৩। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির অনুপম হাজরা। তাঁর প্রাপ্ত ভোট ৩ লাখ ৯২ হাজার ৬১০। ২ লাখ ৯৫ হাজারের কিছু বেশি ভোটে জেতেন মিমি চক্রবর্তী। তৃতীয় স্থানে থাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য পান ৩ লাখ ১ হাজার ৫৬০ ভোট। 

আরও পড়ুন, Diamond Harbour Lok Sabha Election result: জল্পনা খারিজ, ডায়মন্ড হারবারে হ্যাটট্রিকের পথে অভিষেক!

আরও পড়ুন, Kolkata Dakshin Lok Sabha Election result: দ্বিতীয়বারের জন্য কলকাতা দক্ষিণে ফের মালা রায়? নাকি 'মমতার কেন্দ্রে' জিতবে দেবশ্রী?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.