Kolkata Dakshin Lok Sabha Election result: দ্বিতীয়বারের জন্য সাংসদ, কলকাতা দক্ষিণে জয়ী মালা রায়!

Kolkata Dakshin Lok Sabha Election result 2024: ১৯৫২ থেকে ১৯৫৭ কলকাতা দক্ষিণের প্রথম সাংসদ ছিলেন বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখার্জি। টানা ৬ বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন মমতা।   

Updated By: Jun 4, 2024, 06:37 PM IST
Kolkata Dakshin Lok Sabha Election result: দ্বিতীয়বারের জন্য সাংসদ, কলকাতা দক্ষিণে জয়ী মালা রায়!
নিজস্ব ছবি

Kolkata Dakshin Lok Sabha Election result 2024: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে জয়ী মালা রায়। ১ লাখ ৭৬ হাজার ৬৯২ ভোটে জয়ী মালা রায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই কলকাতা দক্ষিণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই কেন্দ্রেরই ভোটার। এবার এই কেন্দ্রে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। তবে ফল ঘোষণা হতেই দেখা গেল, দেবশ্রী চৌধুরী হেরে গিয়েছেন মালা রায়ের কাছে। কলকাতা দক্ষিণ আসন থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন মালা রায়। কলকাতা দক্ষিণ আসনে ২০২৪-এর লোকসভা ভোটের চূড়ান্ত ফলাফল- 

লোকসভা নির্বাচন ২০২৪: কলকাতা দক্ষিণ

দল- প্রার্থী - প্রাপ্ত ভোট  
তৃণমূল- মালা রায়- জয়ী (৫,৭৩,৮৭৬)
বিজেপি- দেবশ্রী চৌধুরী- পরাজিত (৩,৯৭,১৮৪)
সিপিআইএম- শায়রা হালিম- পরাজিত (১,৬০,১৮১)

কবে ভোট হয়
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় কলকাতা দক্ষিণে। ভোট হয় ১ জুন তারিখে। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৪৯ হাজার ৫২০ জন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। মুসলিম ভোটার ২২ শতাংশ।

ভোটের হার-
ভোট পড়েছে ৬৬.৯৫ শতাংশ।

আসনের ইতিহাস
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, একদম প্রথমে এই কেন্দ্রের নাম ছিল কলকাতা দক্ষিণ পূর্ব। এরপর এই কেন্দ্রের নাম হয় কলকাতা পূর্ব। তারপর সেই নাম আবার পরিবর্তিত হয়ে হয় কলকাতা দক্ষিণ।  ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় এই কেন্দ্র থেকে জিতেই সাংসদ হন। ১৯৫২ থেকে ১৯৫৭ কলকাতা দক্ষিণের প্রথম সাংসদ ছিলেন বিজেপির জনক শ্যামাপ্রসাদ মুখার্জি। এরপর এই কেন্দ্রটি পালাক্রমে জেতে সিপিআইএম ও কংগ্রেস। ১৯৯১ সালে কংগ্রেসের হয়ে এই কেন্দ্র থেকে জেতেন মমতা। টানা ৬ বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন মমতা। মাঝে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম ও তারপর থেকে এই কেন্দ্রটি একনাগাড়ে জিতে এসেছে তৃণমূল-ই। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসন থেকে সাংসদ হন সুব্রত বক্সী। তবে ২০১৯-এ তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল।

২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল
২০১৯ লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জেতেন তৃণমূলের মালা রায়। বিজেপির চন্দ্র কুমার বোসকে ১ লাখ ৫৫ হাজারের বেশি ভোটে হারিয়ে জেতেন মালা রায়। মালা রায়ের প্রাপ্ত ভোট ৫ লাখ ৭২ হাজার ১৮৮। বিজেপির চন্দ্র কুমার বোস পান ৪ লাখ ১৭ হাজার ৮৬ ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর নন্দিনী মুখার্জি পান ১ লাখ ৩৯ হাজার ৭৭০ ভোট। চতুর্থ স্থানে কংগ্রেসের মিতা চক্রবর্তী পান ৪২ হাজার ৫৩৬ ভোট। 

আরও পড়ুন, Lok Sabha Election Results 2024 Live Updates: মোদীর হ্যাটট্রিক নাকি ইন্ডিয়া জোটের অভিষেক? কোন পথে দিল্লি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.