দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং

মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুত্‍হীন হয়ে পড়ে। রিচি রোডে ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় লোডশেডিংয়ে নাকাল হতে হয় সাধারণ মানুষদের। বালিগঞ্জ, গড়িয়াহাট, ভবানীপুর, কসবা, হাজরার বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং হয়। যাদবপুরের কিছু এলাকাও বিদ্যুত্‍হীন হয়ে পড়ে।

Updated By: May 6, 2014, 08:48 PM IST

মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুত্‍হীন হয়ে পড়ে। রিচি রোডে ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় লোডশেডিংয়ে নাকাল হতে হয় সাধারণ মানুষদের। বালিগঞ্জ, গড়িয়াহাট, ভবানীপুর, কসবা, হাজরার বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং হয়। যাদবপুরের কিছু এলাকাও বিদ্যুত্‍হীন হয়ে পড়ে।

রিচি রোডে সিইএসসি-র সাবস্টেশনের একটি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় এই বিপত্তি ঘটে। সিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রান্সফর্মার সারানোর কাজ চলছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বিদ্যুত্‍হীন হয়ে পড়ায় এলাকার মানুষ বেশ ক্ষুব্ধ। অনেকেই খোঁজ নিতে শুরু করেন কখন সব পরিস্থিতি ঠিক হবে। সিএসসি কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে কিছু জানাতে চায়নি।

.