সারদাকাণ্ডে ম্যারাথন জেরা প্রাক্তন সাংসদের স্ত্রীকে

সারদাকাণ্ডে প্রাক্তন সাংসদ মাতঙ্গ সিংয়ের স্ত্রী মনোরঞ্জনাকে ম্যারাথন জেরা করল ইডি। টানা সাড়ে পাঁচঘন্টা জেরা করা হয় তাকে। জেরার পর সাংবাদিকদের সামনে মুখ খোলেননি মনোরঞ্জনা সিং। সারদা গোষ্ঠীর কেনা একটি টিভি চ্যানেলের জয়েন্ট ডিরেক্টর ছিলেন মনোরঞ্জনা।

Updated By: May 6, 2014, 08:21 PM IST

সারদাকাণ্ডে প্রাক্তন সাংসদ মাতঙ্গ সিংয়ের স্ত্রী মনোরঞ্জনাকে ম্যারাথন জেরা করল ইডি। টানা সাড়ে পাঁচঘন্টা জেরা করা হয় তাকে। জেরার পর সাংবাদিকদের সামনে মুখ খোলেননি মনোরঞ্জনা সিং। সারদা গোষ্ঠীর কেনা একটি টিভি চ্যানেলের জয়েন্ট ডিরেক্টর ছিলেন মনোরঞ্জনা।

এর আগে বিধাননগর পুলিস জিজ্ঞাসাবাদ করেছে মাতঙ্গ সিংকেও। রাকেশ বাজাজ নামে এক ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সুদীপ্ত সেন ও মাতঙ্গ সিংয়ের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন রাকেশ।

ইডির জেরায় আগেই সুদীপ্ত সেন জানিয়েছেন, উত্তর পূর্ব ভারতে মনোরঞ্জনার একটি কোম্পানিতে সারদা গোষ্ঠী ২৫ কোটি টাকা বিনিয়োগ করে। অন্যদিকে, মনোরঞ্জনা সিং ইডি দফতরে হাজির হওয়ায় ক্ষুব্ধ বিধানননগর পুলিস।

গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ জানিয়েছেন, গত বছরের মে মাস থেকে চারবার মনোরঞ্জনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। প্রতিবারই নানা কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান মনোরঞ্জনা। মনোরঞ্জনা সহযোগিতা না করলে অন্য পদক্ষেপের কথা ভাবা হবে বলে জানিয়েছে বিধাননগর পুলিস।

.