3 October 2021, 14:00 PM
ভবানীপুর উপনির্বাচনে জয়ী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৩৮৯ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট। ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।
3 October 2021, 13:45 PM
১৯ রাউন্ড শেষে ৫২ হাজার ১৭ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পেয়েছে ২৪ হাজার ৩৯৬টি ভোট। সিপিএম পেয়েছে ৩৫৩৪টি ভোট।
3 October 2021, 12:15 PM
এগারো রাউন্ডের শেষে ৩৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
3 October 2021, 12:00 PM
একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। উপনির্বাচনে শোভনদেবকে টপকালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দশম রাউন্ড শেষে তিনি পেয়েছেন ৮২ হাজার ১২২ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) পেয়েছেন ১০৮৭৭টি ভোট। সিপিএম-এর শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ১২৩৪টি ভোট। ৩১ হাজার ৬৪৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
3 October 2021, 11:15 AM
ভবানীপুর উপনির্বাচনে আরও ব্যবধান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চতুর্থ রাউন্ড শেষে তিনি পেয়েছেন ১৬ হাজার ৩৯৭ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) পেয়েছেন ৩৯৬১টি ভোট। ১২৪৩৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
West Bengal: TMC supporters celebrate outside CM Mamata Banerjee’s residence in Kolkata as she leads in the Bhabanipur Assembly by-election pic.twitter.com/roWsaX9moK
— ANI (@ANI) October 3, 2021
3 October 2021, 10:45 AM
ভবানীপুর উপনির্বাচনে ক্রমশ জয়ের ব্যবধান বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয় রাউন্ড শেষে তিনি পেয়েছেন ৯৯৭৪ ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) পেয়েছেন ৩৮২৮টি ভোট। ৬১৪৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
3 October 2021, 10:00 AM
ভবানীপুরে প্রথম রাউন্ডের গণনার ফল প্রকাশ্যে। প্রথম রাউন্ডের গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পেয়েছেন ৩৬৫০টি ভোট। বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) পেয়েছেন ৮৮১টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৮৫টি ভোট।
3 October 2021, 09:30 AM
ভবানীপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় ২৫০০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
West Bengal: Counting of votes begins for by-elections in Bhabanipur Assembly constituency; outside visuals from Sakhawat Memorial Govt Girls' High School counting centre pic.twitter.com/5so3lzD9pH
— ANI (@ANI) October 3, 2021
3 October 2021, 09:15 AM
ভবানীপুরে পোস্টাল ব্যালটের গণনা শেষ। পোস্টাল ব্যালটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। শুরু হয়েছে প্রথম রাউন্ডের ভোট গণনা। ভবানীপুরে ২১ রাউন্ড গণনা হবে।
3 October 2021, 08:45 AM
ভবানীপুরে শুরু ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়ের ব্যবধান বাড়বে বলে আশাবাদী তৃণমূল। ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, বড় মার্জিনে মমতা বন্দ্যোপাধ্য়ায় জিতবেন। পঞ্চাশ থেকে আশি হাজার ভোটে জিতবেন। অন্যদিকে হিংসার আশঙ্কা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)।
3 October 2021, 08:15 AM
ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা করছে বিজেপি। 'ভোট পরবর্তী হিংসা'র আশঙ্কায় রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor West Bengal Jagdeep Dhankhar), কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং কলকাতার পুলিস কমিশনারকে চিঠি লিখেছেন প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। 'ভোট পরবর্তী হিংসা' রুখতে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। Zee ২৪ ঘণ্টাকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) বলেন, "শেষ নির্বাচনের পরে যে ধরনের সন্ত্রাস হয়েছিল, তা বাংলার সম্মান নষ্ট করেছে। তাই এবার যাতে সন্ত্রাস না হয় তাই আগেভাগে আদালতের দ্বারস্থ হয়েছি।"
এই ঘটনায় প্রিয়াঙ্কাকে পাল্টা তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, "ভবানীপুরে কোনও অশান্তি হয় না। হবেও না। এটা সংস্কৃতি প্রিয় মানুষদের জায়গা। উনি বাইরের লোক। জানেন না।"
3 October 2021, 06:45 AM
একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের কিছু বেশি। যা একুশের নির্বাচনের তুলনায় কম। তবুও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বড় ব্যবধানে জয়ের বিষয়ে নিশ্চিত শাসকদল। ২০১১-এর বিধানসভা ভোটে ভবানীপুরে জয়ী হন তৃণমূলের সুব্রত বক্সি। সেবার ভোট পড়েছিল ১ লক্ষ ৩৫ হাজার ৭৪১টি অর্থাৎ ৬৩.৭৮ শতাংশ। পরে অবশ্য ইস্তফা দেন সুব্রত বক্সি। ২০১১-এর উপনির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমবার মুখ্যমন্ত্রী হন তিনি। তখন ভোট পড়ে ৯৫ হাজার ৬৪টি অর্থাৎ ৪৪.৭৩ শতাংশ। অর্থাৎ ১৯.০৪ শতাংশ ভোট কমে। আবার ২০১৬-র বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন ভোট পড়ে ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫টি অর্থাৎ ৬৬.৮৩ শতাংশ।
3 October 2021, 06:30 AM
গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন (By-Poll) হয়। ভোট পড়ে ৫৭ শতাংশের কিছু বেশি। আজ অর্থাৎ রবিবার সকাল ৮টা থেকে ভবানীপুরে ভোট গণনা শুরু হবে। ভবানীপুরে মোট বুথের সংখ্যা ২৮৭টি। মোট ২১ রাউন্ড ভোট গণনা হবে। সব কটি কাউন্টিং হলে কড়া নিরাপত্তা বলয়। মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়।