একনজরে বাংলার নির্বাচন ও মুখ্যমন্ত্রীদের ডাটাবেস

Updated By: Mar 30, 2016, 07:13 PM IST
একনজরে বাংলার নির্বাচন ও মুখ্যমন্ত্রীদের ডাটাবেস

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত নন।
সারা দেশে ১৯৫২ সালে প্রথম ভোট অনুষ্ঠিত হয়। বাংলাতেও তাই।
সারা দেশে রাষ্ট্রপতি শাসন একবার, বাংলায় তিন বার।
১৯৬৮ থেকে ১৯৬৯ বাংলায় রাষ্ট্রপতি শাসন চলে।
১৯৭০ থেকে ১৯৭১ সালের মধ্যে ২১৫ দিন রাষ্ট্রপতি শাসন চলে।
রাজ্যে ফের রাষ্ট্রপতি শাসন ২৬৮ দিনের জন্য। (১৯৭১-৭২)
বাংলায় শেষবার রাষ্ট্রপতি শাসন চলে ১৯৭৭ সালে। (৫৫ দিন)

মুখ্যমন্ত্রী     রাজনৈতিক দল      মেয়াদ
প্রফুল্ল চন্দ্র ঘোষ   ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস  ১৫ অগাস্ট ১৯৪৭ থেকে ২২ জানুয়ারি ১৯৪৮ (মাত্র ১৬০ দিন)
বিধানচন্দ্র রায়  ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ২৩ জানুয়ারি ১৯৪৮ থেকে ২৫ জানুয়ারি ১৯৫০ (২ বছর, ২ দিন)
বিধানচন্দ্র রায়  ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ২৬ জানুয়ারি ১৯৫০ থেকে ১ জুলাই ১৯৬২ (১৪ বছর, ১৫৮ দিন)
প্রফুল্ল চন্দ্র ঘোষ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ১ জুলাই ১৯৬২ থেকে ২৮ ফেব্রুয়ারি ১৯৬৭ (৪ বছর, ২৪২ দিন)
অজয় কুমার মুখোপাধ্যায়   বাংলা কংগ্রেস ১ মার্চ ১৯৬২ থেকে ২১ নভেম্বর ১৯৬৭ পর্যন্ত (২৬৫ দিন)
প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্ট ২১ নভেম্বর ১৯৬৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ১৯৬৮ পর্যন্ত (৯০ দিন)
অজয় কুমার মুখোপাধ্যায় বাংলা কংগ্রেস ২৫ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ৩০ জুলাই ১৯৭০ পর্যন্ত (১ বছর, ১৫৫ দিন)
অজয় কুমার মুখোপাধ্যায়   ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ২ এপ্রিল ১৯৭১ থেকে ২৫ জুন ১৯৭১ (৮৪ দিন)
সিদ্ধার্থ শঙ্কর রায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস  ২০ মার্চ ১৯৭২ থেকে ৩০ এপ্রিল ১৯৭৭ (৫ বছর, ৪১ দিন)
জ্যোতি বসু বামফ্রন্ট ২১ জুন ১৯৭৭ থেকে ৫ নভেম্বর ২০০০ (২৩ বছর, ১৩৭ দিন)
বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট ৬ নভেম্বর ২০০১ থেকে ১৩ মে ২০১১ (১০ বছর, ১৮৮ দিন)
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ২০ মে ২০১১ থেকে এখনও পর্যন্ত 

১৯৫২ সালে প্রথম ভোট অনুষ্ঠিত হয়ার পর গণতান্ত্রিক নির্বাচনের রায়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধানচন্দ্র রায়। (১৯৫২ থেকে ১৯৫৭) (১৯৫৭ থেকে ১৯৬২)
তৃতীয় বিধানসভা নির্বাচনে জয়ী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন প্রফুল্ল চন্দ্র ঘোষ (১৯৬২ থেকে ১৯৬৭)
চতুর্থ নির্বাচন ১৯৬৭ সালে।
পঞ্চম বিধানসভা নির্বাচন ১৯৬৯-৭০।
ষষ্ঠ বিধানসভা নির্বাচন ১৯৭১।
সপ্তম বিধানসভা নির্বাচন ১৯৭২-৭৭।
অষ্টম বিধানসভা নির্বাচন ১৯৭৭-৮২।
নবম বিধানসভা নির্বাচন ১৯৮২-৮৭।
দশম বিধানসভা নির্বাচন ১৯৮৭-৯১।
একাদশ বিধানসভা নির্বাচন ১৯৯১-৯৬।
দ্বাদশ বিধানসভা নির্বাচন ১৯৯৬-২০০১।
ত্রয়োদশ বিধানসভা নির্বাচন ২০০১-০৬।
চতুর্দশ বিধানসভা নির্বাচন ২০০৬-২০১১।
পঞ্চদশ বিধানসভা নির্বাচন ২০১১-২০১৬।
ষোড়শ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বাংলায়।

 

.