Rain In Kolkata: বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টি; সঙ্গে ঝোড়ো হাওয়া, দুপুরে ভিজতে পারে কলকাতা

 আজ আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে। তার আগেই দুপুরের একটু আগেই বৃষ্টি নামল ইডেন সংলগ্ন এলাকায়   

Updated By: May 24, 2022, 01:55 PM IST
Rain In Kolkata: বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টি; সঙ্গে ঝোড়ো হাওয়া, দুপুরে ভিজতে পারে কলকাতা

অয়ন ঘোষাল: দুপুরে কলকাতায় বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরে অর্থাত্ আগামী এক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। সঙ্গে থাকবে দমকা হাওয়া। ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টির সময় মানুষজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, আজ আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে। আজ লড়াই গুজরাত ও রাজস্থানের। তার আগেই দুপুরের একটু আগেই বৃষ্টি নামল ইডেন সংলগ্ন এলাকায়। এই বৃষ্টিতে ইডেনের কোনও ক্ষতি হবে না না বলে সিএবির তরফে বলা হয়েছে।

অন্যদিকে, এই বৃষ্টিতে দর্শকদের উত্সাহে কোনও খামতি নেই। অনেকেই টিকিট নিয়ে হাজির হয়েছেন ইডেনে। অনেকেই এসেছেন  মহম্মদ সামি ও ঋদ্ধিমান সাহাকে উত্সাহ দিতে। 

আরও পড়ুন-স্বস্তি বাড়িয়ে দেশে কিছুটা কমল করোনা, নিম্নমুখী মৃত্যু হার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.