বিধানসভা বয়কট করে বামেদের মক পার্লামেন্ট, সমালোচনায় মমতা বন্দোপাধ্যায়

রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতা বয়কট করায় বিরোধীদের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ প্রথা ভাঙার অভিযোগে মুখ্যমন্ত্রীর বক্তৃতা বয়কট করেন বাম বিধায়কেরা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন বাইরে মক পার্লামেন্টে যোগ দেন বামেরা। মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করে কংগ্রেসও।

Updated By: Feb 17, 2014, 07:46 PM IST

রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতা বয়কট করায় বিরোধীদের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ প্রথা ভাঙার অভিযোগে মুখ্যমন্ত্রীর বক্তৃতা বয়কট করেন বাম বিধায়কেরা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন বাইরে মক পার্লামেন্টে যোগ দেন বামেরা। মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করে কংগ্রেসও।

ভিতরে তখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। আর বাইরে প্রতিবাদে বাম বিধায়কেরা।

কিন্তু, কেন বিধানসভা বয়কট করে বিধানসভার বাইরে মক পার্লামেন্টে বাম বিধায়কেরা?

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন ``মুখ্যমন্ত্রী যতদিন না আমাদের প্রশ্নের উত্ত দিচ্ছেন ততদিন বয়কট চলবে..।``

মক পার্লামেন্টে না থাকলেও বিধানসভায় বয়কটে ছিল কংগ্রেসও। বিরোধীশূন্য বিধানসভায় প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধীদের বয়কট নিয়ে কটাক্ষ ছিল তাঁর গলায়। ফাঁকা বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, মানুষ এবার সত্যিকারেরই বয়কট করবেন ওদের।

বিরোধীদের অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি, নির্দিষ্ট দিনে বিধানসভায় আসেন তিনি। তবে গোটা ঘটনায় তিনি যে অত্যন্ত অসন্তুষ্ট, বারবারই স্পষ্ট হয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

.