জোট শক্ত করে নির্বাচনে লড়তে প্রস্তুত বামেরা

দিনক্ষণ যাই হোক। পঞ্চায়েত ভোটে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রস্তুত বামফ্রন্ট। আসন সমঝোতা নিয়ে জেলায় জেলায় জোটশরিকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।   

Updated By: Mar 17, 2013, 10:54 PM IST

দিনক্ষণ যাই হোক। পঞ্চায়েত ভোটে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রস্তুত বামফ্রন্ট। আসন সমঝোতা নিয়ে জেলায় জেলায় জোটশরিকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।   
প্রায় সাড়ে তিন দশক পরে বিরোধী পক্ষে থেকে পঞ্চায়েত ভোটে লড়বে বামেরা। এবারের ভোটে তাই সার্বিক ঐক্য গড়তে মরিয়া বাম নেতৃত্ব। বিমান বসুর দাবি, ইতিমধ্যেই বাঁকুড়ায় সার্বিক বাম ঐক্য হয়েছে। আরও কয়েকটি জেলায় মতপার্থক্য দ্রুত কাটবে বলেই আশা ফ্রন্ট চেয়ারম্যানের।
২৩ মার্চের মধ্যে আসন সমঝোতার কাজ শেষ করে ২৬ মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিটি জেলার বামফ্রন্ট কমিটিকে চূড়ান্ত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ মার্চ বিকেলে পঞ্চায়েত ভোটের পরিস্থিতি পর্যালোচনায় বসবেন রাজ্যস্তরের বাম নেতারা।

.