সন্ত্রাস নিয়ে বামেদের স্মারকলিপি স্বরাষ্ট্রসচিবকে
রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে কাছে স্মারকলিপি জমা দিলেন বামপন্থীরা। কলকাতা জেলা বামফ্রন্টের ৮ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার মহাকরণে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন। বাম নেতৃত্বের অভিযোগ, কলকাতা সমেত গোটা রাজ্যে বামপন্থী কর্মীরা আক্রান্ত হচ্ছেন।
রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে কাছে স্মারকলিপি জমা দিলেন বামপন্থীরা। কলকাতা জেলা বামফ্রন্টের ৮ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার মহাকরণে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন। বাম নেতৃত্বের অভিযোগ, কলকাতা সমেত গোটা রাজ্যে বামপন্থী কর্মীরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু, সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিস। ক্ষেত্রবিশেষে বামপন্থীদেরই বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের। তাঁরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নিলে কেন্দ্রের দ্বারস্থ হবেন তাঁরা।
বামেদের অভিযোগ গত বছরের মে মাসে রাজ্যে ক্ষমতার হাতবদলের পর থেকেই লাগাতার রাজনৈতিক সন্ত্রাস চলছে কলকাতায়। সারা রাজ্যে আক্রান্ত বামপন্থীরা। এ নিয়ে এর আগেও পুলিস কমিশনার ও রাজ্য পুলিসের মহানির্দেশকের কাছে দরবার করেছে বামেরা। অভিযোগ, প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। আজ কলকাতা জেলা বামফ্রন্টের আট সদস্যের এক প্রতিনিধি দল দেখা করে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে। স্মারকলিপি দিয়েছেন।