লোকসভা ভোটে সন্ত্রাসের আশঙ্কা বামেদের

রাজ্যে লোকসভা ভোটেও সন্ত্রাসের আশঙ্কা। নির্বাচন কমিশনারের ডাকা সর্বদলে সন্ত্রাসের অভিযোগ করলেন বাম ও কংগ্রেস।ভোটার তালিকায় স্বচ্ছতা আনার দাবি তুললেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভা ভোট হবে শান্তিতেই।

Updated By: Jan 22, 2014, 03:55 PM IST

রাজ্যে লোকসভা ভোটেও সন্ত্রাসের আশঙ্কা। নির্বাচন কমিশনারের ডাকা সর্বদলে সন্ত্রাসের অভিযোগ করলেন বাম ও কংগ্রেস।ভোটার তালিকায় স্বচ্ছতা আনার দাবি তুললেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভা ভোট হবে শান্তিতেই।

রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে প্রাথমিক পর্বে। তবে সরকারি ভাবে রাজ্যে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ল মঙ্গলবার। কেন্দ্রীয় উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসির সঙ্গে সর্বদল বৈঠকে বসে নয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লোকসভা ভোটেও সন্ত্রাসের আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনী দাবি জানাল সিপিআইএম।

শুধুমাত্র বুথগুলিতেই নয়। ভোটে সন্ত্রাস রুখতে গ্রামে গ্রামে নিরাপত্তা বাড়ানোর দাবি তোলেন বিজেপি নেতা তপন শিকদার।তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের দাবি, তৃণমূল সরকারের আমলে যে কটি ভোট হয়েছে প্রত্যেকটিতে অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন সাধারণ মানুষ।সর্বদল বৈঠকে মুখ্যনির্বাচনী আধিকারিকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসি।

.