মুন্নার জামিনের বিরোধিতা, সরানো হল সরকারি আইনজীবীকে
গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরানো হল সরকারি আইনজীবীকে। গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় ধৃত মুন্ন ইকবালের জামিনের বিরোধিতা করায় সরানো হল তাঁকে। গত বৃহস্পতিবার বিহার থেকে গ্রেফতার করা হয় মুন্নাকে।
গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরানো হল সরকারি আইনজীবীকে। গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনায় ধৃত মুন্ন ইকবালের জামিনের বিরোধিতা করায় সরানো হল তাঁকে। গত বৃহস্পতিবার বিহার থেকে গ্রেফতার করা হয় মুন্নাকে।
অভিযুক্ত মহম্মদ ইকবালকে গ্রেফতারে দেরি হওয়ায়, কলকাতা পুলিসের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিল সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থার অভিযোগ, পুলিসের একটি অংশ ফেরার থাকাকালীন তৃণমূল নেতা মুন্নাকে সাহায্য করেছিল। সে কারণেই তাঁকে গ্রেফতার করতে দেরি হল বলে দাবি করেছে সিআইডি। ঘটনার ২৩ দিন পর সিআইডির জালে ধরা পড়েন মুন্না। এরপর তাকে গয়া আদালতে পেশ করা হয়। সেখানেই ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
ঘটনার পর থেকেই শাসকদল প্রথম থেকেই তাকে আড়াল করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করায় মাথা নিচু করে সরে যেতে হয়েছে কলকাতা পুলিসের সর্বোচ্চ পদে থাকা কমিশনারকে। এরপর তার জামিনের বিরোধিতা করে আজ সরে যেতে হল সরকারি আইনজীবীকেও।